• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    তাড়াশ পৌরসভা নির্বাচন উপলক্ষে র‍্যাব ১২ প্রেস বিফ্রিং

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ৯:৪৩:১৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ তারেক রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

    আগামী ১৭জুলাই তাড়াশ পৌরসভা নির্বাচন হবে। নির্বাচন উপলক্ষে আজ তাড়াশ পশ্চিম ওয়াবদার বাঁধ এলাকায় র‍্যাব ১২ আয়োজনে র‍্যাব ১২ স্কোয়াড্রন লীডার ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ইলিয়াস খান সাংবাদিকদের উদ্দেশে প্রেস বিফ্রিংয় বলেন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে র‍্যাব ১২ অধিনায়ক মারুফ হোসেন পিপি এর দিকনির্দেশনায় নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী এই তিন ধাপে নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করবে র‍্যাব ১২। নির্বাচনের পূর্ববর্তী আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার কৌশল হিসেবে পৌরসভা এলাকায় টহল জোরদার করা হয়েছে।
    আগামী ১৫ জুলাই থেকে নির্বাচনের পরের দিন ১৮ জুলাই পর্যন্ত নির্বাচনে অন্যন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাবের মোবাইল স্টাইকিং ফোর্স সাদা পোশাকে গোয়েন্দা সদস্যগন নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবে। র‍্যাব ১২ সদর দফতরে র‍্যাবের স্পেশাল ফোর্স যেকোনো পরিস্থিতিতে মোতায়েন জন্য প্রস্তুত থাকবে। এছাড়া ও সার্বিক পরিস্থিতি তদারকির জন্য নিবাচনী সেল ও কন্ট্রোল রুম স্থাপন করা হবে। নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যাবহারের ব্যাপারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও উদ্ধার অভিযান। নির্বাচনকে সুষ্ঠু ও ভোটের পরিবেশ সুন্দর রাখার জন্য র‍্যাব ১২সদা প্রস্তুত আছে।

    আরও খবর

    Sponsered content