• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রামগড়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ৫ হাজার আমের চারা বিতরণ

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২৩ , ৮:১৩:৪১ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    রামগড়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ক্ষুদ্র ও প্রান্তিক ২০০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের আমের চারা বিতরণ করা হয়েছে।

    ১৪ জুলাই-২০২৩ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ চারা বিতরণ করা হয়।

    রামগড় উপজেলা কৃষি অফিসার, মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমের চারা বিতরণ করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, মংসুইপ্রু চৌধুরী অপু।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, রাশেদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলাম, ১নং রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম মজুমদার। এতে কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসার, উপকারভোগীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আমের চারা বিতরণ অনুষ্ঠানে প্রতিজনকে ২৫ টি করে আমের চারা এবং উপজেলার ২ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ হাজার আমের চারা বিতরণ করা হয়। যার মধ্যে আম্রপালি ১০ টি, কিউজাই ৫ টি, ব্যানানা ৫ টি, গৌরমতি ৫ টি করে বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content