• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    ভূরুঙ্গামারীতে যুব আন্দোলনের বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

      প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ২:১৯:২২ প্রিন্ট সংস্করণ

    এস এম মনিরুজ্জামান, জেলা প্রতিনিধিঃ

    ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে আজ বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকীর ৭ম বর্ষ উপলক্ষে ৭দিনে (১ হতে ৭জুলাই-২৩) ৭লক্ষ বৃক্ষ রোপন করার লক্ষ্যে বৃক্ষরোপণ সপ্তাহ পালনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার (৬জুলাই-২৩) অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফলের গাছসহ অন্যান্য গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ সপ্তাহ পালিত হয়। এসময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।

    এব্যাপারে উপজেলা শাখার সহ-সভাপতি এইচ এম নুরুন্নবী হুসাইন বলেন, যুব আন্দোলন শুধুমাত্র ইসলাম নয় বরং ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে কর্মসূচি প্রদান করে থাকে। আজকের কর্মসূচি তাই প্রমাণ করে।

    যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ মোঃ রবিউল ইসলাম বলেন, আজ গাছ লাগানোর মাধ্যমে ভিতরে একটা ভালো লাগা কাজ করছে সাথে ভয়ও। কেননা বিগত দিনে আমরা দেখেছি জনগন গাছ লাগায় আর সরকারে আসার পর সরকার দলীয় নেতারা সেই গাছ কেটে নিজের বাড়িতে নিয়ে যায় যা আসলেই মেনে নিতে পারিনা।

    আজ পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে যুব আন্দোলন যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে এই চোরের দল যেন ক্ষমতায় আসতে না পারে জনগনকে সাথে যুব আন্দোলন সেই প্রচেষ্টা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

    সংখ্যালঘু ও নৃগোষ্ঠী সম্পাদক মুহাম্মাদ আপেল মাহমুদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই তাই আমি মনে করি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যুগপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    আরও খবর

    Sponsered content