• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    জমকালো আয়োজনে নরসিংদীর লটকন বাগানে বেতার শ্রোতাদের মিলন মেলা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ৪:৫৪:৫৮ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    বেতার শ্রোতা ফাউন্ডেশন, নরসিংদী ও আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদী ও বানিয়াছল বেতার বন্ধু সংসদ, নরসিংদীর যৌথ আয়োজনে জমকালো পরিবেশে নরসিংদীর লটকন বাগানে বেতার শ্রোতাদের মিলন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়।

    ১৪ জুলাই-২০২৩ শুক্রবার আজকিতলা, শিবপুর, নরসিংদীর লটকন বাগানে বেতার শ্রোতাদের মিলন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, নসরুল্লাহ মো. ইরফান। বেতার শ্রোতা ফাউন্ডেশন নরসিংদীর এডমিন রোমান মোল্লার সঞ্চালনায় মিলন মেলায় সভাপতিত্ব করেন, চীফ এডমিন, বেতার শ্রোতা ফাউন্ডেশন, নরসিংদী, সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদী ও সভাপতি, বানিয়াছল বেতার বন্ধু সংসদ, নরসিংদীর মো. হোসাইন মুসা।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আল আমিন খান, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ বেতার, মুখ্য উপস্থাপক বাংলাদেশ বেতারের মাহবুব সোবহান ও বাংলাদেশ বেতারের অন্যতম উপস্থাপক মোঃ সাদিক হোসেন প্রমুখ। বাংলাদেশ বেতারের কোন মহাপরিচালক হিসেবে বেতার শ্রোতাদের আয়োজিত শ্রোতা মিলন মেলায় এই প্রথম অংশগ্রহণ করে নরসিংদীতে ইতিহাস রচনা করেন। যার জন্য নরসিংদীর বেতার শ্রোতা ও মিলন মেলা আয়োজক সংগঠন অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রধান অতিথি হিসেবে মহাপরিচালক নসরুল্লাহ মো. ইরফান তাঁর বক্তব্যে বেতারের সাথে শ্রোতাদের সু-সম্পর্ক অর্জনে মিলন মেলা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।বেতার শ্রোতাদের নিয়ে আয়োজিত এ মিলন মেলার সভাপতি মো হোসাইন মুসা তাঁর বক্তব্যে বলেন বাংলাদেশ বেতার, রেডিও তেহরানসহ বিশ্বের অন্যান্য বেতার কেন্দ্রের অনুষ্ঠান নিয়ে অবগত করেন। বেতারের প্রতি সবার আকৃষ্ট হওয়ার জন্য বেতার শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই মিলন মেলার আয়োজন অব্যাহত থাকবে। মিলন মেলায় বক্তব্য রাখেন সোহেল রানা, সাধারণ সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা, শাহাদাত হোসেন, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ ও মনিটর, রেডিও তেহরান, আবুল কালাম, সাধারণ সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদী, ইঞ্জিনিয়ার মনজুরুল আলম রিপন, সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা।

    অনুষ্ঠানে বিশিষ্ট বেতার শ্রোতা রোমান মোল্লা ও আলো আহমেদ মিলন মেলায় স্বরচিত কবিতা পাঠ করে সবার সমর্থন ও ভালবাসা অর্জন করেন। মিলন মেলায় মেয়েদের মিউজিক চেয়ার ও ছেলেদের মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়। নিবন্ধিত ৮০ জন শ্রোতার মাঝে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়। লাকী কুপন পর্বে নারায়ণগঞ্জের শরীফ আহমেদ ৩২ ইঞ্চি স্মার্ট টিভি বিজয়ী হন।

    বাংলাদেশের বিভিন্ন জেলার বেতার শ্রোতারা মিলন মেলায় অংশগ্রহণ করেন জমকালো অনুষ্ঠান উপভোগ করে বেতার শ্রোতা ফাউন্ডেশন, নরসিংদী ও আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদীর অনেক প্রশংসা করেন।

    উক্ত অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন যথাক্রমে-এখলাস উদ্দিন, আরিফুল ইসলাম, মো. ফয়সাল সরকার, রুবেল মিয়া, দিদার মিয়া, আরিফুল ইসলাম নাঈম, জাকিয়া সুলতানা, নাদিরুজ্জামান, এস.টি তাইজুল ইসলাম, মো. জমির উদ্দিন ভূঁইয়া, আরিফুল চৌধুরী, এমদাদুর রহমান, মো. শাহিন মিয়া, রুমান ইসলাম, মিতু ফারিয়া, মোসলিমা আক্তার, ওসমান গনি,
    শাহিন মৃধা, আবুল কাশেম, সোলায়মান মৃধা, শাহজালাল হাজারী, সাইফুল ইসলাম শান্ত, ওয়াদুদ হোসেন নয়ন,

    এস. এম. হাসমত উল্লাহ, খোকন মিয়া, দিগেন কুমার পাল, আমির সোহেল, শাহিনুর রহমান খান, এম. ইসহাক,
    নাজমুল হক, নুর আলম হোসাইন, সৈয়দ জুনায়েদ মনোয়ার, মো. শাহাদাত হোসেন, শরীফা আক্তার পান্না, শুভ সিদ্দিকী, আশরাফুল ইসলাম মাসুদ, মো. লিটন ভূঞা, মো. মোবারক হোসেন, আলো আহমেদ, এম. জামাল আহমেদ সুবর্ণ, ইব্রাহিম মাস্টার, আনোয়ার পারভেজ, মো. আব্দুর রহমান সবুজ, শহীদুজ্জামান শহীদ, শ্রীমতি রত্না রাণী পাল, মো. মামুন মিয়া, মঞ্জুরুল ইসলাম খোকন,

    আমিনুল ইসলাম রানা, সাদিক হাসান ফয়সাল, শীতল চন্দ্র বর্মন, সোহেল রানা হৃদয়, রওশন আরা লাবনী, সোহেল মুরাদ স্নিগ্ধ, রওশন মুরাদ মুগ্ধ, এ.টি.এম. আতাউর রহমান রঞ্জু, আল সারোয়ার হৃদয়, মো. মনজুল, মো. হাবিবুল্লাহ বেলালী, মো. আব্দুল আহাদ, মোছা. লিমা আক্তার, আবু সিদ্দিক আহমেদ জয়, মো. ইলিয়াছ হায়দার, খন্দকার আমির হোসেন, জিল্লুর রহমান জিল্লু, মো সাইদুর রহমান সাফিন, সাইফুল ইসলাম তুহিন,
    কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, শরীফ আহমেদ জীবন, ইঞ্জিনিয়ার মো. মনজুরুল আলম রিপন, এস.আই খোকন, মো. সহিদ মিয়া, মো. আরিফ হাসান, আশরাফুল ইসলাম সানি, মো. নজরুল ইসলাম, নাজমা, আপেল মাহমুদ সুমন, শরীফ আহমেদ।

    আরও খবর

    Sponsered content