• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মানিকছড়িতে তথ্য সেবা অফিসের উদ্যোগে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৩ , ৭:১২:২৬ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় প্রকল্পের মানিকছড়ি তথ্য সেবা অফিসের তথা তথ্য আপার উদ্যোগে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ২৭ আগস্ট-২০২৩ রবিবার দুপুর ২ টায় মানিকছড়ি উপজেলা টাউন হলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০০ জন নারীদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, রক্তিম চৌধুরী। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স (প্রতিমন্ত্রী পদমর্যাদা), চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

     

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মনেন্দু চৌধুরী, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, নিগার সুলতানা, উপজেলার মহিলা-ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণী, মানিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন প্রমুখ।

     

    প্রকল্পের উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুমাইয়া আক্তারের সঞ্চালনায়,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম. এ জব্বার, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিমসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন তথ্য আপা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন। সংস্থাটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় (২য় পর্যায়ে) শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে।

    এ প্রকল্পের আওতায় সংস্থাটি নারীদের শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার বিষয় তথ্য কেন্দ্র হতে বিনামূল্যে ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে সেবাসমূহ দিয়ে থাকেন।

    আরও খবর

    Sponsered content