• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    অভয়নগরে স্বামীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, ৯৯৯ কল করে উদ্ধার

      প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ২:৫৬:০৪ প্রিন্ট সংস্করণ

    অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ-

    যশোরের অভয়নগরে স্বামীকে আটকে রেখে স্ত্রীর দুলাভাই ও স্ত্রী মিলে মুক্তিপণ দাবি বাচাঁর আকুতিতে ৯৯৯ কল। স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় জলিল মোল্যাকে (৩৫) উদ্ধার করা হয়। অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। রবিবার দুপুরে জলিল মোল্যা বাদী হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগি জলিল মোল্যা জানান, আমার ভাইরাভাই জাহিদুল ইসলাম (৩৮) পিতা অজ্ঞাত মাতা রোকেয়া বেগম, মিতু বেগম (৩০) স্বামী জাহিদুল ইসলাম উভয় সাং শংকরপাশা, রাজু ফকির (৩২) হিরা বেগম (২৩) উভয় পিতা নিজাম ফকির, নিজাম ফকির (৬০) পিতা অজ্ঞাত সর্ব সাং গোপিনাথপুর, অভয়নগর যশোর তাদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করেছি। এক নম্বর বিবাদী আমার ভাইরাভাই, দুই নম্বর বিবাদী আমার স্ত্রী, তিন নম্বর বিবাদী আমার শ্যালক, চার নম্বর বিবাদী আমার শ্বশুর। আমি পেশায় একজন ড্রাইভার এবং এক নম্বর বিবাদীও একজন ড্রাইভার। এক নম্বর বিবাদীর নিজের একটি পুরাতন ৬ চাকার কাভার্ড ভ্যান সে বিক্রয় করিতে চাই। কাভার্ডভ্যানের মূল্য ছয় লক্ষ টাকা ধার্য্য করা হয়। গত ১০-৫-২০২৩ তারিখ আইএফআইসি ব্যাংক ফুলতলা শাখায় এক নম্বর বিবাদীর নিজ একাউন্ট নাম্বার ০১৯০০৫৬৫১৪৮১১ গাড়ীর বায়না স্বরুপ নগদ ২ লক্ষ টাকা জমা দেয়। পরবর্তীতে বিবাদীর পার্সোনাল নগদ ও বিকাশ নাম্বারে দুইবারে ৮০ আশি হাজার টাকা প্রদান করি। উক্ত টাকা নেওয়ার পরে স্ট্যাম্পে লিখিত বায়না পত্র করার কথা থাকিলেও এক নম্বর বিবাদী অসৎ উদ্দেশ্যে বায়নাপত্র করিতে বিলম্ব করিতে থাকে। আমি আমার স্ত্রীকে নিয়া মানিকগঞ্জে বাসা ভাড়া থাকি এবং একটি কোম্পানীর গাড়ি চালাই। সর্ব শেষ গত ২৭-০৬-২০২৩ তারিখ সকালে আমি আমার স্ত্রী অর্থাৎ চান নম্বর বিবাদীকে নিয়া বাড়ীতে আসি। ঐ দিনেই আমার স্ত্রী বায়নাপত্র করার জন্যে তার বাপের বাড়ী যাওয়ার কথা বলিয়া তাদের বাড়ীতে যায়। পরবর্তীতে সে আর না আসায় তাকে মোবাইলে কল করিলে সে মোবাইল বন্ধ করিয়া রাখে। সে আমাকে না জানাইয়া অন্যান্য বিবাদীদের সহায়তায় মানিকগঞ্জের আমার ভাড়া বাসা হইতে ঘরের যাবতীয় ফার্নিচার, ফ্রীজ, ৩২ ইঞ্চি এলইডি টিভি সহ সাংসারিক সমস্থ মালামাল, যাহার মূল্য ৩ লক্ষ টাকা নিয়া চলিয়া আসে।
    বিবাদী জাহিদুল ইসলাম মুঠোফোনে জানান, এটা তেমন কিছু না এটা পারিবারিক সমস্যা। আমি আমার ভাইরা ভাইয়ের সঙ্গে কথা বলে মিটিয়ে নেব। সিদ্দিপাশা ক্যাম্পের ইনচার্জ এসআই আকরাম হোসেন বলেন, বাচাঁর আকুতিতে ৯৯৯ কলে জলিলে ঘটনাটি জানান ওসি স্যার। ওসি স্যারের নির্দেশে আমি স্থানীয় মেম্বারকে কল করি এবং মেম্বার এর সহযোগিতায় জলিলকে উদ্ধার করি। এ ব্রাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, এমন একটা অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

    আরও খবর

    Sponsered content