• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ায় সাত শিক্ষকের বদলির স্থগিত আদেশ আপিল বিভাগেও বহাল

      প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ২:৪৫:৫৭ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:পটিয়া পৌরসভার শশাংকমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষকের বদলির স্থগিত আদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এর আগে গত ৫ জুলাই হাইকোর্টের বিচারপতি সরদার মোহাম্মদ রশিদ জাহাঙ্গীর ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান এর বেঞ্চে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত বদলির এ আদেশকে অবৈধ ঘোষণা করে রুলনিশি জারি করে বদলির আদেশ স্থগিত করেন। উক্ত স্থগিত আদেশের বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে স্থগিত আদেশ প্রত্যাহার চেয়ে আদেশটি যুক্তিযুক্ত কিনা নির্দেশনা চেয়ে একটি আবেদন করেন। উক্ত আবেদন চেম্বার জজ আদালত শুনানি শেষে গত ১৬ জুলাই খারিজ করে দেন। ফলে হাইকোর্টের দেওয়া স্থগিত আদেশটি বহাল থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের সাথে পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু তৈয়ব সোহেল ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষিকা উম্মে হাবিবা চৌধুরীর মধ্যে বিরোধ হয়। এ বিরোধের জের ধরে গত ১৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক যোগে ১৭ জন শিক্ষককে বদলির আদেশ দেন। এদের মধ্যে ১০ জন শিক্ষক বদলীকৃত স্থানে যোগদান করলেও ৭ জন শিক্ষক যোগদান না করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে। বদলির আদেশ স্থগিত হওয়ায় গত ১০ জুলাই ৭ জন শিক্ষক তাদের পূর্বের কর্মস্থল শশাংকমালা প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন।

     

    আরও খবর

    Sponsered content