• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    প্রকাশিত হলো কুষ্টিয়া মিরপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের ডাঃ মোঃ নাসির উদ্দিন মৌজামুলের ১৩০নং কবিতা

      প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ৭:৫২:৩৮ প্রিন্ট সংস্করণ

    কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রতিনিধি মো মাজহারুল ইসলাম _

    সবার জন্য দর্শন।

    বিভিন্ন দল ভিন্ন মত
    তৈরি কত পথ।

    যে যেখানে মিশেছে তার মত সে চুষেছে
    মাথায় যার যেটা ঢুকেছে।

    হোক সে বিভিন্ন ধর্ম কিংবা রাজনৈতিক দলগুলোর ফন্দি,নিজের পেশার দিকে মন দি, না হই যেন বন্দী।

    নিরপেক্ষ মতাদর্শ বড়সড় নাই আদর্শ
    যাস্ট কিছু দর্শন ভিত্তিক পরামর্শ।

    বলছিলাম বিভিন্ন চিকিৎসার মত যত থাকুক পথ
    শারিরিক প্রাকৃতিক নিয়ম সুনির্দিষ্ট চিকিৎসা একটায়।

    কূ সংস্কার মন হতে হবে বিচক্ষণ দরকার পর্যবেক্ষণ
    নিখুঁত অনুপম সৃষ্টিশীল কর্ম বুঝতে হবে মর্ম।

    পুরাতন রোগ বহনকারী পিতা নবজাতক ও মাতা
    সঠিক হোমিও চিকিৎসা দিলে জটিল রোগি থাকেনা।

    ৯৯ভাগ সাফল্য অর্জনে হাসপাতাল শূন্য হবে অন্য
    আসল অভিজ্ঞ চিকিৎসকের ও রোগীর সচেতনতা কম

    পরবর্তীতে হয় জম বিবেক মরে অনেকের মন
    নিজের পেশা অনেক সময় তার জন্য বিপদ।

    কাঁকড়া যেমন – এক প্রজন্মে বিলিন মাকড়সা তেমন চিকিৎসক ও রোগীকে চুষে খায় —

    হোক হোমিও কিংবা অহোমিও
    নিরপেক্ষ মতাদর্শ ভাবতে পারো তুমি ও।

    সে পেসার লোক কে অনভিজ্ঞ ডাক্তার দের কুকর্ম
    অধর্ম জটিল রোগ তৈরি করছে। তেমন মরছে।

    উদাহরণ প্রাথমিক এলার্জি এলোমেলো চিকিৎসায় জটিলতা সাধারণ রোগী এত সে তো বুঝেনা কুটিলতা।

    যেনতেন উপশম সবাই চাই এখানে কথা রয়ে যায়
    আসল চিকিৎসা ক্ষয়ে যায়।

    সরকার যেমন চায় বার বার ফিরে আসলে এক শ্রেণির লোকের লাভ, বেকার সমস্যার সমাধান হয়।

    অর্থ বেশি যেখানে সকল ইন্ভেস্ট সেখানে
    লাভ হবে না এখানে।

    তাই বলে সত্য অপ্রিয় হলেও সাময়িক হারিয়ে গেলেও
    নীতি বজায় রেখে অটল থাকবো মরলে ও।

    আমাদের নিকট আশে সকল চিকিৎসায় ব্যর্থ হওয়ার শেষে,তখন আমদের ও হিম শিম খেতে দেখা গেছে।

    হিমশিম মানে এই নয় মোটেই আমরা ব্যর্থ না হই
    অনেক প্রমাণ রয়ে যায় প্রাথমিক পর্যায়ের আসুনসবাই,

    আল্লাহ আমাদের সঠিকভাবে কবুল করুন যথাযথ
    দায়িত্ব পালন করতে, নয় অগত্যা ভাবে।

    আরও খবর

    Sponsered content