• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    অতিরিক্ত ভাড়া আদায়ে সিএনজি চালককে জরিমানা

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ২:০২:১২ প্রিন্ট সংস্করণ

    তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

    সুনামগঞ্জ-তাহিরপুর সংযোগ সড়কে পথযাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার দায়ে এক সিএনজি চালককে তাহিরপুর উপজেলা সদরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি।
    তাহিরপুর-সুনামগঞ্জ সংযোগ সড়কে নির্ধারিত ভাড়া জনপ্রতি ১০০ করা হয়েছে। কিন্তু তার উল্টো চিত্র দেখা গেছে তাহিরপুর সদরে ১২০ টাকা করে আদায় হচ্ছে। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনী বলেন, ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৪ (৪) ধারার অপরাধে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন-নির্ধারিত ভাড়া ১০০ এর বেশী আদায় করা হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা দেয়া হবে।

    আরও খবর

    Sponsered content