• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কতৃপক্ষের যোগসাজশে,, রাজবিলা ইসলামপুর বাজারের নামে জনবসতিতে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের পুকুর চুরি

      প্রতিনিধি ২১ জুলাই ২০২৩ , ১:৩৬:৪৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ সুমন বিশেষ প্রতিনিধি

    বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইসলামপুর সাবেক ৫নং ওয়ার্ড বর্তমান ৩নং ওয়ার্ডের পাশ ঘেঁষে সীমান্ত এলাকায় অবস্থিত ইসলামপুর গাইন্দ্যা বাজারে। রাজবিলা ইসলামপুর বাজার নাম করন দেখিয়ে ২০১৯-২০ অর্থ বছরে বান্দরবান সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নে নির্মিত জন বসতিতে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের পুকুর চুরি হলো কতৃপক্ষ নিরব ? । যা বর্তমানে সরকারের আমলে জনকল্যাণমুখী প্রকল্প গুলো সঠিক ভাবে তদারকি না থাকায় ঠিকাদার ও কাজের সাথে সংযুক্ত অসাধু ব্যক্তি রা পুকুর চুরি করতে দ্বিধাবোধ করছে না। এতে করে সাধারণ জনগণ প্রকল্পগুলো সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে এ ধরনের অসাধু ব্যক্তিদের কারণে বর্তমান সরকারও প্রশ্ন বৃন্দ হয়ে পড়ছে। এলাকার অনেকেই জানান প্রকল্পটি চালু করার এক মাস ও এলাকার জনসাধারণ সুফল ভোগ করতে পারেনি। শুধুমাত্র ডিপ টি ইসলামপুর কাদেরের টিলা ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের বাড়ির নিচে বসিয়ে বাকি প্রকল্পের অবকাঠামো গুলোর মধ্যে একটি টেপ, একটি রুম নির্মান করে বাকি সব কিছু একেবারে পুকুর চুরি করেছে। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়িত গুরুত্বপূর্ণ বাজারসহ পার্শ্ববর্তী জনবসতিতে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ইসলামপুর রাজবিলা বাজারের নামে বাস্তবায়ন প্রকল্প টি ছিলো টেষ্ট টিউবওয়েল ১টি, উৎপাদন নলকূপ ১টি,৩ অশ্বঃ শক্তি সাবমারসিবল পাম্প মটর ১টি,বিদুৎ কানেকশন সহ পাম্প হাউজ ১টি,৫০০০ লিঃ প্লাষ্টিক ট্রাংক ১টি,আর,সি,সি ট্রাংক ষ্ট্যান্ড ,টেপ পয়েন্ট ৫৫টি, বিভিন্ন ব্যাসের পাইপের লাইন, হাউস কানেকশন (তালিকা সহ),যন্ত্রপাতিঃ ১২”স্লাই রেঞ্জ-২টি,১৮”পাইপ রেঞ্জ,৮”প্লাস-১টি,১৮”স্ত্রূ ড্রাইভার-২টি,১.৫পাঃহাতুরি-১টি,২৭”চেইন টন -১টি,রিং রেঞ্জ-১টি,১.৫ ক্লাম্প ১টি সেট, ও ৫ টন ক্যাপাসিটি চেইন পুলি-১ সেট থাকার কথা রয়েছে। এতো গুলো টাকার মালামাল চোখেই দেখেনি জনসাধারণ। নির্মান করা এক কক্ষ বিশিষ্ট রুমটিও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের ব্যক্তি মালিকানা হয়ে গেছে। সেটি নিজের গৃহপালিত হাঁসমুরগির ঘর বানিয়ে দখলে রেখেছে। বর্তমানে এমনকি শুধুমাত্র লোভ দেখানোর জন্য পানির সরবরাহ প্রকল্পের ফাইভ লাইন গুলো বসানো হলো সেগুলো পুনরায় তুলে এক মাসের মধ্যে বিক্রি করে ফেলেছি এমনটা অভিযোগ রয়েছে প্রকল্পের কাজের সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। প্রকল্পটি বাস্তবায়ন শেষে বাজার পরিচালনা কমিটির সভাপতি প্রকল্পের সকল মালামাল গ্ৰহন করবেন এবং জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী প্রকল্পের মালামাল গুলো বাজার পরিচালনা কমিটির নিকট হস্তান্তর করবেন। প্রকল্পটির কার্যক্রম সম্পন্ন হয়েছে মর্মে কে প্রত্যায়ন দিলো এবং প্রকল্পের মালামাল গুলো কে বুঝে নিলো এমনটা প্রশ্ন জনমনের মধ্যে ? বর্তমানে রাজবিলা ইসলামপুর এলাকাটিতে পানিও জলের তীব্র সংকট দেখা দিয়েছে।সেই মুহূর্তে এলাকাবাসীর ক্ষোপ প্রকাশ করতে শুরু করেছে। প্রকল্পটির অধীনে একটু পাশে ইসলামপুর জামে মসজিদ মার্কেটের নিচে একটি গণ শৌচাগারের নির্মান করা হলেও সেটি ও নির্মানের পর থেকে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যা সমর্পণ রুপে নির্মান কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। একটু ব্যবহার হলে নোংরা ময়লার দুর্গন্ধে মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজ পডুয়া মুসল্লীগণ ও মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা চরম ভাবে দুর্গন্ধের মধ্যে মাসের পর মাস কাটাতে হচ্ছে। দলের একজন নেতা বলেছেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর। এমনটিকে মাথায় রেখে বান্দরবান আসনের মাননীয় সংসদ জননেতা বীর বাহাদুর এমপি উশৈসিং বান্দরবান পার্বত্য জেলার প্রতিটি এলাকার ন্যায় রাজবিলা ইসলামপুর ওয়ার্ডটি ঢেলে সাজানোর উদ্যোগ হাতে নিলে এক নব্য আওয়ামী লীগের ব্যক্তি সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের জোক সাজেশ দৃশ্যমান প্রকল্প গুলো সঠিক ভাবে বাস্তবায়ন না করে জননেতা বীর বাহাদুর উশৈসিং এমপি কে প্রশ্ন বৃন্দ করতে এবং রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাংপ্রু মারমার শুনাম ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে।তাই প্রকল্প গুলোর সঠিক তদারকির মাধ্যমে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ইসলামপুর এলাকাবাসী।রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমার সাথে আলাপ কালে তিনি বলেন বিষয়টি শুনে আমি নিজে অনেক কষ্ট পেয়েছি। ইসলামপুর এলাকাটিতে ঢেলে সাজাতে চেষ্টা অব্যাহত রেখেছি। জনকল্যাণ মূলক প্রকল্প থেকে শুরু করে উন্নয়ন মূলক প্রকল্প গুলো যদি সঠিক ভাবে বাস্তবায়ন না হয় তাহলে কঠোর পদক্ষেপ হাতে নিবেন এবং তবে এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেলে বিষয়টি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এদিকে এতো বড় জনকল্যাণ মুখি প্রকল্প থাকা সত্ত্বেও বর্তমানে রাজবিলা ইসলামপুর কাদেরের টিলা ,হাকিম টিলা ও শামসুর টিলায় বান্দরবান সাইডের বসবাসরত অধিকাংশ পরিবার গুলো ইসলামপুর গাইন্দ্যা বাজারে পানি সাপ্লাই লাইনের থেকে পানিয় জলের সুফল ভোগ করতে হচ্ছে পাড়া বাসীর।

    আরও খবর

    Sponsered content