• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত শ্রেষ্ঠ থানা ও অফিসারদের পুরস্কার প্রদান

      অজিত দাস, ব্যুরো চীফ সিলেট বিভাগীয় প্রতিনিধি : ৬ এপ্রিল ২০২৩ , ৬:০৪:০১ প্রিন্ট সংস্করণ

    মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় অপরাধ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়।অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

    অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের মার্চ মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় কুলাউড়া থানা। শ্রীমঙ্গল থানার মোঃ রাকিবুল হাসান জেলার শ্রেষ্ঠ এসআই এবং কুলাউড়া থানার বিল্লাল হোসেন শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।

    পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস আলী শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হন। সদর কোর্টের অর্জুন চন্দ্র বিস্বাস শ্রেষ্ঠ সিএসআই এবং এএসআই জগদীস দাস শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন।

    মৌলভীবাজার জেলার ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ও টিএসআইদের মধ্যে সেরা পারফরম্যান্সের জন্য সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ আরিফুল ইসলাম বিশেষ পুরস্কার লাভ করেন।

    রাজনগর থানার এসআই শওকত মাসুদ ভুইয়া একটি গরু চুরি মামলার রহস্য উদ্ধার, চোরাই গরু উদ্ধার ও আসামি গ্রেফতার এবং টাকা ছিনতাইকারী প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও ছিনতাইকৃত টাকা উদ্ধারের জন্য বিশেষ পুরস্কার লাভ করেন।

    ডাকাতি ও অস্ত্রসহ ১১ টি মামলার আসামি ইয়াছিন আলী @ কালা বাবুলকে গ্রেফতারে ভূমিকা রাখায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জকে পুরস্কৃত করা হয়।

    এছাড়া মৌলভীবাজার জেলার অপরাধ পরিসংখ্যান সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ মামলার এম/ই পর্যালোচনা এবং তদারকির জন্য অপরাধ শাখা বিশেষ পুরস্কার লাভ করে।

    অন্যদিকে মৌলভীবাজার জেলার বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর কার্যক্রম প্রমাণকসহ সুষ্ঠুভাবে সময় মত প্রেরণ করার জন্য রেঞ্জ অফিস কর্তৃক প্রশংসিত হওয়ায় পুলিশ অফিসের রিডার সরকারি স্বপন কুমার সাহাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

    পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

    অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপাঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

    আরও খবর

    Sponsered content