• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি) এর অভিযানে ৫১৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার

      প্রতিনিধি ২১ জুলাই ২০২৩ , ৭:৫২:৪৬ প্রিন্ট সংস্করণ

    অজিত দাস,ব্যুরো চীফ সিলেট প্রধানঃ

    সিলেট মহানগর এলাকায় ডিবি টিম-০১ এবং টিম-০২ টহল ডিউটি ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে কোতোয়ালী থানাধীন নাইওরপুল পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ রাজা জি সি রোডের একটি আবাসিক হোটেলের রুমে অবস্থান করে একজন মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক তথা ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মাহবুবুর রহমান (বিপি-৭২৯২০৯৪৯৪৯) ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফজলুর রহমান (বিপি-৮৩১১১৩৩৪৪৬) সঙ্গীয় এসআই (নিঃ)/জয়ন্ত কুমার দে (বিপি-৮২১১১৩৪২১৬) কনস্টেবল/৯৫৭ আবুল বাশার, কনস্টেবল/২২৭০ মাহবুব আলম, কনস্টেবল/১৩৭৮ জাহির মিয়া, কনস্টেবল/২২০৯ মো: আমিনুল ইসলাম, কনস্টেবল/১০৮৪ ফজলুর করিম, কনস্টেবল/৮৬৯ খলিলুর রহমান, সর্ব কর্মস্থল মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট এবং ড্রাইঃ কনস্টেবল/১৮৮০ শুভ দেব,ও ড্রাইঃ কনস্টেবল/১৫০৮ মহিবুর রহমান মোটরযান শাখা, এসএমপি, সিলেট-দের সহায়তায় ২০/০৭/২০২৩খ্রিঃ তারিখ অনুমান ১৭:০৫ ঘটিকায় এসএমপি কোতয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ তায়েফ হোটেলের ২য় তলার ২০১ নম্বর রুমের ভিতর থেকে আসামী ১। মোঃ দেলোয়ার হোসেন (৩৫), পিতা- মৃত সাব সোয়া মিয়া, মাতা- রেনু বেগম, সাং- দেয়ারাই, ডাক- আছিরগঞ্জ বাজার, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেটকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ৫১৩ (পাঁচশত তের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট জেলার সীমান্ত এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে ঘটনাস্থল এলাকাসহ সিলেট শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করতঃ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

    আরও খবর

    Sponsered content