• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বিনোদন

    ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে হাওর উৎসব ২০২৩ উদযাপিত

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২৩ , ১০:২৪:০৭ প্রিন্ট সংস্করণ

    আবির হাসান, নিজস্ব প্রতিবেদক ধর্মপাশা

    হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা, পর্যটন স্থান ঘুরে দেখা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রয়ের মধ্যদিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে হাওর উৎসব ২০২৩ উদযাপিত হয়েছে। এতে এই দুটি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ ৭০জন অংশ নেয়। শনিবার (২২জুলাই) সকাল নয়টার দিকে ইঞ্জিনচালিত নৌকাযোগে ধর্মপাশা উপজেলা সদর থেকে পাশের তাহিরপুর ও মধ্যনগর এই দুই উপজেলার সীমানায় থাকা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে তাঁরা রওয়ানা হন। পরে টাঙ্গুয়ার হাওরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগকরন, তাহিরপুর উপজেলার ট্যাকের ঘাট এলাকায় থাকা নিলাদ্রি লেকসহ বিভিন্ন পর্যটন স্থান তাঁরা ঘুরে দেখেন। পরে বিকেল পাঁচটার দিকে তাঁরা সেখান থেকে রওয়ানা হন। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশার ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, আমরা টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করেছি এবং বিভিন্ন পর্যটন স্থান ঘুরে দেখেছি। এই হাওর উৎসবে আমরা সবাই মিলিত হয়ে আনন্দমুখর সময় অতিবাহিত করেছি।

     

    আরও খবর

    Sponsered content