• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার  অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২৩ , ৫:৩৪:৪৮ প্রিন্ট সংস্করণ

    দক্ষিণ চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী:-

    কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলা আমীর হোছাইনের বিরুদ্ধে ছাত্রীদের কু-প্রস্তাব, হয়রানি ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে মানব-বন্ধন করেছে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী।গত শনিবার ২২ শে জুলাই, বিকাল ৩টায় উপজেলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে ।এসময় প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীরা অধ্যক্ষকে দ্রুত অপসারণের দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ শেষে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী কাছে ভুক্তভোগীসহ প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ প্রদান করে এলাকাবাসী।

    মাদ্রাসা পরিচালনা পরষদের সাবেক সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কক্সবাজার জর্জ কোর্টের আইনজীবি আবছার কামাল, পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক ছাত্র, মাওলানা মোস্তাক আহমদ সোবাহানী, সাবেক ছাত্র, যুবলীগ নেতা, ইয়াছির মুহামম্মদ তারেক, বড় মহেশখালী কাজী নুরুল আবছার, প্রাক্তন ছাত্র, শাহেদ মুহাম্মদ সবর, মো: সালাহ উদ্দীন, নেতা জাতীয় পার্টি সিরাজুল মোস্তফা সিকদার বাশি। এতে আরো উপস্থিত ছিলেন মনির উদ্দীন, সিরাজুল মোস্তফা, মহি উদ্দীন, নাজিম উদ্দীন, জয়নাল কমিশনার, এবাদুল করিম বাদল প্রমূখ।

    বক্তব্য বলেন, সে মাদরাসার রেজুলেশন বই, আয়-ব্যয়ের হিসাবসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সরিয়ে ফেলেছে। তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় মহেশখালী তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার বরাবরের একাধিক অভিযোগ রয়েছে।

    এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মাওলা আমীর হোছাইনের বলেন মাদ্রাসার সভাপতির পদ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পদ বঞ্চিতরাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

    এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহামম্মদ ইয়াছিন বলেন ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তিন সদস্যের একটি তদন্ত টিম তদন্ত করবে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

     

    আরও খবর

    Sponsered content