• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    শিক্ষার জন্য এসো সেবার জন্য বের হয়ে যাও স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে মিটন আল ফালাহ্ হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিং

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২৩ , ৪:৪২:৩৪ প্রিন্ট সংস্করণ

    কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রতিনিধি মো মাজহারুল ইসলাম :

    মিটন আল ফালাহ্ হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসাটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অন্তর্ভুক্ত মিটন গ্রামে ১-৬-২০২১ সালে প্রতিষ্ঠীত হয় এই মাদ্রাসাটি চারটি বিভাগে বিভক্ত হিফজ বিভাগ, নাজেরা বিভাগ, মক্তব বিভাগ, জামাত বিভাগ মাদ্রাসাটি সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত মাদ্রাসায় বর্তমান লেখা পড়া করছে ৭৪ জন শিক্ষার্থী এর মধ্যে হিফজ বিভাগে ৩২ জন নাজেরা বিভাগে ১৮ জন মক্তব বিভাগে ১৮ জন এবং জামাত বিভাগের ৬ জন শিক্ষার্থী এই মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল ইসলামকে সাংবাদিকরা জিজ্ঞেসা তিনি বলেন মিটন আল ফালাহ্ হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিং এই ভিতরে আমার সপ্ন সাধনা আমি দেশবাসীর কাছে দোয়া চাই আমি জেন জীবনে শেষ মুহূর্ত প্রযন্ত মাদ্রাসার খেদমতে থাকতে পারি। মিটন আল ফালাহ্ হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিংএর তিন তলার কাজ ছাত্রদের বেড ব্যবস্থা হবে মাদ্রাসায় রয়েছে দক্ষ বাবছি দ্বারা রান্না এবং পরিবেশন। আগামী মাহাফিলে মাদ্রসার ৫ জন হাফেজকে পাগড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ মাদ্রসার পরিচালক মিটন গ্রামের মানুষের ব্যবহারে অনেক খুশি

    আরও খবর

    Sponsered content