• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    তানোরে পল্লী বিদ্যুৎ জোনের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান

      প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ২:০৩:৫৯ প্রিন্ট সংস্করণ

    তানোর প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুৎ জোনের অভিযানে বিচ্ছিন্ন করা হচ্ছে অবৈধ ভাবে ব্যবহার করা বিদ্যুৎ সংযোগ। ফলে পল্লী বিদ্যুৎ অফিসের এমন অভিযানে আতংকিত হয়ে পড়েছে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীরা। পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীরা বিদ্যুৎ সংযোগ নেয়ার সময় অনেকে মিথ্যা তথ্য দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। এমনকি পল্টি খামারের নামে বানিজ্যিক সংযোগ নিয়ে দিচ্ছেন কৃষি জমিতে সেচ। এতে দিনের পর দিন পানির লেয়ার নিচের দিকে নেমে যাচ্ছে। যার জন্য পানির গভীর স্তর থেকে পানি তুলতে না পেরে একদিকে বিকল হচ্ছে বরেন্দ্র অফিসের সেচযন্ত্র ডিপ গুলো। অন্যদিকে ব্যাপক ঘার্তিতে পড়ছে বিদ্যুৎ লোডশেডিং। এজন্য উপরমহলের নির্দেশে অবৈধ পল্লী বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। শুধু তাই না যারা বাড়িতে খাবার পানির জন্য মটার পাম্প স্থাপন করে জমিতে সেচ দিবেন তাদের সংযোগও বিচ্ছিন্ন করা হবে। ইতিমধ্যে বাধাইড় ইউপি, পাঁচন্দর ইউপিসহ বেশকিছু এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের অভিযানে অবৈধ মটর সংযোগের লাইন বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জহুরুল হককে সাধুবাদ জানাচ্ছেন সচেতন মহল। এমনকি তানোর পল্লী বিদ্যুৎ অফিস জোনর ডিজিএম জহুরুল হকের এমন যুগোপযোগী সাহসী তৎপরতার ভূমিকা প্রসংশিত হচ্ছে সর্বমহলে। তানোর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জহুরুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে বিদ্যুৎহীন কেউ থাকবেনা, বর্তমানে তানোর উপজেলা জুড়ে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। তবে যারা বানিজ্যিক সংযোগ নিয়ে অবৈধ ভাবে সেচ কাজে ব্যবহার করছেন তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এঅবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে।

     

    আরও খবর

    Sponsered content