• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    রাজশাহী দুর্গাপুর মৃতদেহ দাফনের এক বছর পর কবর থেকে লাশ উধাও স্কুল শিক্ষকের

      প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ৬:৩৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    মো: আকাশ ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি

    রাজশাহীর দুর্গাপুরে মৃতদেহ দাফনের এক বছর পর কবর থেকে এক স্কুল শিক্ষকের মৃতদেহ উধাও হয়েছে। এমন এক অদ্ভুত ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা কবর থেকে মৃতদেহ তুলে নিয়ে গিয়েছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের আমগ্রাম মাঝিপাড়া গ্রামে এই ঘটনা ঘটছে। উধাওকৃত মৃতদেহটি উপজেলার আমগ্রাম মাঝিপাড়া গ্রামের স্কুল শিক্ষক আলহাজ্ব আঃ গনি মোল্লার। সাবেক সহকারী শিক্ষক বর্ধনপুর সঃ প্রাঃ বিদ্যালয়, এই বিদ্যালয় থেকে তিনি অবসরে যান ২০০২ সালে। মৃতের পরিবারের সদস্যরা এমন ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। কেনই বা কেউ এমন করলো, তার কারণ অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ।

    মৃতের পরিবারের সন্তান এরশাদ আলী বলেন, আমার পিতা দুর্গাপুর উপজেলার আমগ্রাম মাঝিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলহাজ্ব আঃ গনি মোল্লা ১০৫ বছর বয়সে ২০২২ সালের ২১ জুলাই শুক্রবার রাতে মৃত্যু বরন করেন।

    শনিবার সকালে পারিবারিক কবরস্থানের মৃতদেহ সমাহিত করা হয়। মৃত্যু ও দাফনের ঠিক এক বছর পর অর্থাৎ ২০২৩ সনের ২১ জুলাই দিবাগত রাত ( শুক্রবার) মৃত দেহ উধাও হয়েছে বলে ধারনা করছেন তার পরিবার। শনিবার ২২ জুলাই মোঃ হাজ্জাজ হোসেন, ৪র্থ ছেলে প্রথমে কবরের এই অবস্থা দেখতে পান। এ বিষয়টি বিভিন্ন মহল বিভিন্ন ভাবে দেখছেন। তদন্তের ভিত্তিতে এবিষয়টির রহস্য উদঘাটন সহ মৃতদেহটির সন্ধান চেয়েছেন তার পরিবার।

    এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, মৃতদেহ উধাওয়ের ঘটনার রহস্য উদঘটনে তদন্তে নেমেছে দুর্গাপুর থানা পুলিশ।

    আরও খবর

    Sponsered content