• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    শ্রীপুর ও ময়মনসিংহে যৌথ অভিযান অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও ওয়াকিটকিসহ সরঞ্জাম জব্দ

      প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৩ , ১:০৭:৫৯ প্রিন্ট সংস্করণ

    আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :

    গাজীপুরসহ ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অবৈধ নেটওয়ার্ক রিসিভার, বুস্টার ও ওয়াকিটকির বিরুদ্ধে ৩ দিনব্যপী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
    জানা যায়- গাজীপুরের জয়দেবপুর ও শ্রীপুর থানা এবং ময়মনসিংহ জেলার ভালুকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র নিয়মিত আভিযানিকদল ও র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প যৌথভাবে ০৫ থেকে ০৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়।
    সূত্র মতে- অভিযানে শ্রীপুরের কিতাব আলী প্লাজায় ১ টি টাওয়ার, শহীদুল্লাহ কমপ্লেক্সে ২ টি টাওয়ার ও শ্রীপুর রোডের মাওনা চৌরাস্তায় আরো ১টি টাওয়ার এবং জয়দেবপুর থানার বাঘের বাজারে ১ টি টাওয়ার, মন্ডল গ্রুপে ১ টি টাওয়ার, জিএমপি সদর থানার সালনা বাজারে ১টি টাওয়ার ও মুন্সিপাড়ায় রফিক ভবননে ১ টি টাওয়ার, হাক্বীনী হাউজিং সোসাইটিতে ১ টি টাওয়ার, শ্রীপুরের জৈনা বাজারে ১টি টাওয়ার, জয়দেবপুর থানার হোতাপাড়ায় ১ টি টাওয়ার, ময়মনসিংহের স্কয়ার মাষ্টারবাড়ীতে ১টি টাওয়ার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
    শুক্রবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতির মাধ্যমে এসব তথ্য জানান, র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প গাজীপুর এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
    এসময় ২ টি ইনডোর রিপিভার/বুস্টার, ৪ টি আউটডোর রিসিভার বুস্টার, ৭৬ টি ছোট-বড় বিভিন্ন এ্যান্টেনা, ৫২ টি সুইচ এবং ০৩ টি ইনডোর রিপিটার এ্যান্টেনা জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ বেতারযন্ত্রের সর্বমোট আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা বলে জানিয়েছেন র‌্যাব।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিয়মিত অভিযান টিম এর সদস্য সহকারী পরিচালক শাহাদাত হোসেন (এসএম), উপ-সহকারী পরিচালক (এসএম) সরফুদ্দিন চৌধুরী,এবং র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প গাজীপুর এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন, স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্ত প্রমুখ। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাব।

    আরও খবর

    Sponsered content