• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    ঈশ্বরদীতে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ

      প্রতিনিধি ২৫ জুলাই ২০২৩ , ৪:০৬:০৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ মেহেদী হাসান, ঈশ্বরদী প্রতিনিধি:

    ঈশ্বরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ/২০২৩ পালন করা হলো এ সময় পাবনা-৪ ( ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এম,পি মহোদয় উপস্থিত থেকে পালন করে। মঙ্গলবার ২৫(জুলাই) সকাল ১১ সময় ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয় ,পরে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন মাননীয় সাংসদ,ঈশ্বরদী উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এম,পি বলেন, আমিষের প্রধান যোগান দেয় এ মাছ,বাংলাদেশ মাছ চাষে এগিয়ে যাচ্ছে আধুনিকভাবে এখন বাংলাদেশে মাছ চাষ হচ্ছে ,তাই এই ক্ষাতকে আরো গতিশীল করতে হলে বেশি বেশি মাছ চাষের ব্যবস্থা করতে হবে ।
    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সন্মানিত সভাপতি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: ইছাহক আলি মালিথা ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ,মহিলা সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসাম কবির, উপজেলা মৎস্য ককর্মকর্তা , উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার ও মাছচাষী তাদের সবাইকে নিয়ে মনমুগ্ধভাবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালন করা হয়।

    আরও খবর

    Sponsered content