• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    দুর্গাপুরে অধিক তাপমাত্রার কারণে পান বরজের ব্যপক ক্ষতি

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২৩ , ৫:২৯:২৭ প্রিন্ট সংস্করণ

    মো: আকাশ ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি:

    রাজশাহী দুর্গাপুর অতিরিক্ত তাপমাত্রার কারণে পান বরজ মরে যাচ্ছে।এতে পান বরজের সংখ্যাও কমে যাচ্ছে। পান বরজ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পান চাষিরা।২০২০ সালে অতিরিক্ত বৃষ্টির কারণে বারণ বরজ মরে গেছে। তখন বৃষ্টিতে পুরো পান বরজ ডুবে বৃষ্টিতে থৈ থৈ করেছে।এখন ২০২৩ সালে এসে সেই বৃষ্টির অভাবে পান বরজ মরে যাচ্ছে। এতে হুমকির মুখে আছে পান চাষিরা। অতিরিক্ত গরমের কারণে পানের গাছ দুর্বল হয়ে পড়ছে এবং দুই তিনদিন পরে মরে যাচ্ছে। এতে পান বরজের ব্যপক হারে ক্ষতি হচ্ছে। অতিরিক্ত রোদের কারণে পুকুর পুসকুনিতে কোনো পানি নেই।সব জায়গা শুকনো হয়ে গেছে। রাজশাহী দুর্গাপুর যেনো মরুভূমিতে পরিণত হয়েছে।মাড়িয়া, পালিবাজার, ভালুকগাছী সহ বেশ কয়েক জায়গায় ঘুরে দেখেছি পান বরজের করুন অবস্থা। ভালুকগাছী ভিটাপাড়ার পান চাষি মো: নুরহাসান ইসলাম জানান, যদি বৃষ্টি না হয় তাহলে পান বরজ আর টিকিয়ে রাখা যাবে না।পান বরজ সেচ দিতে যে পরিমাণ পানির প্রয়োজন সে পরিমাণ তারা পার বরজে দিতে পারছে না।এর একটাই কারণ বৃষ্টি না হওয়া। তারা বলছেন যদি বৃষ্টি হয় তাহলে পান বরজ টিকিয়ে রাখা সম্ভব। নাহলে আর টিকিয়ে রাখা সম্ভব না।শুধু পান না বেশ কিছু ফসলের ও ব্যপক হারে ক্ষতি হয়েছে।

    আরও খবর

    Sponsered content