• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রাজস্থলীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২৩ , ৫:২৫:৪৭ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার রাজস্থলী

    রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা।২৭ শে জুলাই বুধবার সকাল ১০ ঘঠিকার সময় উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে নারকেল,আম রুপালী,মেহগুনি,মালটা, তালগাছ সহ ইত্যাদি ফলের চারা বিতরণ করা হয়েছে। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল খায়ের ভূঁইয়া,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খাঁন, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, ইউপি সদস্য ক্যাসাচিং মারমা মিলন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সরদার, উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চারা বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ দেশের প্রতিটি এলাকায় সবুজ বণায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন লক্ষ্যে ঘরে আঙ্গিনায় গাছের চারা রোপণ করা। তারে লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ উদ্যোগ হাতে নিয়েছে।তারে অংশ হিসেবে জননেতা দীপংকর তালুকদার এমপির দিক নির্দেশনায় এলাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হচ্ছে। তাই বিনামূল্যে বিতরণ কৃত গাছের চারা গুলো সঠিক ভাবে পরিচর্যা করার আহ্বান জানান ।

    আরও খবর

    Sponsered content