• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ধর্মপাশা রাতের আঁধারে ১৭ লাখ টাকার মিনি ট্রাক আগুনে পুড়িয়ে দিয়েছে দূবৃর্ত্তরা

      প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ৭:৪৩:৪৫ প্রিন্ট সংস্করণ

    আবির হাসান,নিজস্ব প্রতিবেদক

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের পূর্ববাজারে স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের কার্যালয়ের সামনে থাকা একটি মিনি ট্রাক আগুনে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত একটার দিকে এই ঘটনা ঘটে বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন।
    মৎস্য ব্যবসায়ীরা জানান, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলা সদরের ধর্মপাশা পূর্ববাজারে থাকা আমাদের কার্যালয়টি বন্ধ করে দিয়ে আমারা নিজ নিজ বাড়িতে চলে যাই। স্থানীয় লোকজন রাত একটার দিকে আমাদের কার্যালয়ের সামনে থাকা মিনি ট্রাকটিতে আগুনে পুড়ে যেতে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে থাকা লোকজনকে মোবাইল ফোনে ঘটনাটি জানানো হয়। ফায়ার সার্ভিস স্টেশেনের লোকজন রাত অনুমান সোয়া একটার দিকে সেখানে গিয়ে গাড়ি পুড়তে দেখেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মিনি ট্রাকটির বেশির ভাগ অংশই পুড়ে যায়। এ সময়টাতে ওই এলাকায় বিদ্যুৎসরবরাহ বন্ধ ছিল।
    অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক উপজেলার সদর ইউনিয়নের বাহুটিয়া কান্দা গ্রামের বাসিন্দা শহীদ মিয়া (৩৮) বলেন, আমি আড়াই বছর আগে ১৭লাখ টাকা মুল্যে ময়মনসিংহের টাটা সোরুম থেকে এই মিনি ট্রাকটি কিস্তিতে ক্রয় করি। নগদ দুইলাখ ১০হাজার টাকা পরিশোধ করেছি। পাঁচবছর মেয়াদে মাসিক ২৬হাজার ৮০০টাকার কিস্তি পরিশোধ করা হচ্ছে । ঘটনার দিন রাতে আমি বাড়িতে ছিলেন না। রাত দেড়টার দিকে আমাকে মোবাইল করে আমার গাড়িটি পুড়ে যাওয়ার কথা আমাকে জানানো হয়েছে। কে বা কারা এটিতে আগুন লাগিয়েছে তা আমি দেখিনি। তবে পূর্বশত্রুতার জের ধরে আমার প্রতিপক্ষের লোকজন এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমার মনে হচেছ। তিনি আরও বলেন, আট সদস্যের সংসারের উপার্জনের একমাত্র অবলম্বন ছিল এই গাড়িটি। গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি। এখন সংসারই চলবে কীভাবে আর কিস্তির টাকাইবা কীভাবে পরিশোধ করব বুঝে উঠতে পারছি না।ঘটনাটি নিয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ সংক্রান্ত এখনো কোনো লিখিত অভিযোগ এখনো আমি পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content