• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ঈদগাঁওতে এবার এসএসসি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল : অভিনন্দন

      প্রতিনিধি ২৮ জুলাই ২০২৩ , ৫:৫৯:৫০ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর,ঈদগাঁও

    প্রতিবছরের ন্যায় চলতি বছরেও এসএসসি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল অর্জন করলো ঈদগাঁওর বিভিন্ন স্কুল। যার ফলে অভিভাবকসহ পরীক্ষার্থীদের মাঝে অভিনন্দনের হিড়িক পড়ে। পাশাপাশি ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।

    জানা যায়, সারাদেশের ন্যায় কক্সবাজারের নব সৃষ্ট ঈদগাঁও উপজেলায় বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩ সালের এসএসসির ফলাফল প্রকাশিত হয়েছে ২৮শে জুলাই (শুক্রবার)।

    সেই ফলাফলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৪২ জন পরীক্ষার্থীর মাঝে পাশ করল ২০৬ জন, ফেল-৩৬, পাশের হার- ৮৫%, জিপিএ-৫ পেল ১৬ জন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে
    ৩৬৩ পরীক্ষার্থীর মাঝে পাশ করল- ৩০৫, ফেল- ৫৮,পাশের হার- ৮৪℅,জিপিএ-৫ পেল ২২ জন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৭ জন পরীক্ষার্থীর মাঝে পাশ করে- ৮০,ফেল- ৭, পাশের হার- ৯২%, জিপিএ-৫ পেল ৩ জন,নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৬৫ জন
    পরীক্ষার্থীর মাঝে পাশ করলো- ৫২, ফেল- ১৩, পাশের হার- ৮০%, পোকখালী উচ্চ বিদ্যালয়ে ৬৮ পরীক্ষার্থীর পাশ করল ৪১,ফেল- ২৭, পাশ হার- ৬০%,জিপিএ-৫ পেল ২ জন, গোমাতলী উচ্চ বিদ্যালয় ৫৯ জন পরীক্ষার্থীর মাঝে পাশ করল ৪১,ফেল ১৮,পাশের হার-৬৯%।

    ফলাফলে দেখা যায়,পাশের হারে প্রথম ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়। পাশ হার ৯২%। দ্বিতীয় স্থানে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়। পাশের হার ৮৫%। তৃতীয় অবস্থানে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন। পাশ হার ৮৪%।
    অন্যদিকে ঈদগাঁওর বিভিন্ন মাদ্রাসায়ও সন্তোষ জনক ফলাফল অর্জন করেছেন।

    কৃতীত্বের সাথে উত্তীর্ণ হওয়া সকল শিক্ষার্থীদের অভিবাদন ও শুভেচ্ছা জানালেন সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।

    আরও খবর

    Sponsered content