• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    খেলার মাঠে মেলা এ নিয়ে মানববন্ধন

      প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৩ , ১২:৫৫:১১ প্রিন্ট সংস্করণ

    ইউ আর নুরনবী হোসেন রাজ, স্টাফ রিপোর্টার

    খেলা ধূলায় বাড়ে বল মাদক ছেড়ে মাঠে চল এই শ্লোগানে খেলোয়াড়দের আয়োজনে আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১ ঘটিকায় লালমনিরহাট মিশন মোড় গোল চত্বরে “যে মাঠে করি খেলা, যে মাঠে কিসের মেলা” এই দাবি রেখে লালমনিরহাট কালেক্টরেট মাঠ সব ধরনের মেলা থেকে নিষিদ্ধ করে দেওয়া ও মাঠটি দেখভাল করে খেলাধুলার জন্য উপযোগী করে দেওয়ার লক্ষ্যে সকল ক্রীড়া প্রেমীদের একজোটে হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছেন।

    সেখানে বক্তব্য রাখেন নিউ স্টার ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আরমান হোসেন, অতিক্রম ক্লাবের এর আহবায়ক, সাংবাদিক, লেখক ও তরুণ সমাজ সেবক হেলাল হোসেন কবির। মাটির মেলা ক্লাবের সদস্য পার্থ,বাপ্পি ইমরান প্রমূখ।

    বক্তৃতা জানান, হেলাল কবির, এই মাঠে কয়েক মাস আগে মেলা অনুষ্ঠিত হয়েছে, মেলার পর মাঠটি খেলা ধূলার অনুপযোগী হয়ে পড়েছিল। তাছাড়া মাঠটির পাশে কোরআনের পাখিদের কোরআন তেলায়তের শিক্ষা প্রদান করা হয়, একটি মহিলা কলেজ, বালিকা বিদ্যালয়, ইসলামী কিন্ডারগার্ডেন, বার্ন হার্ড কিন্ডার গার্ডেন প্রতিবন্ধী স্কুল। তাবলিক জামায়াতের কেন্দ্র, মসজিদ,, ও আবাসিক এলাকা সেখানে মেলা হলে সকলের ক্ষতি হবে এটা শতোভাগ স্বাভাবিক। যেমন কোরআনের পাখিদের কোরআন তেলায়াত ও মুখস্থের সমস্যা হবে। খেলোয়াড়রা খেলতে পারবেনা, তেমনি শিক্ষার্থীদের লেখা পড়ার ব্যঘাত ঘটবে। প্রতিবন্ধী শিশুদের চলাফেরায় সমস্যা হবেই। সর্বপরি এই মাঠে মেলা কাম্য নয়। মানুষের হাতে টাকা নেই, কৃষকরা অসহায়, তার উপর তিস্তা ও ধরলা নদী ভাঙ্গার কারণে সাধারণ মানুষের হাহাকার, শহর জুড়ে মাদকের কালো রাশ, স্থানীয় ব্যবসায়ীদের অবস্থা বেসামাল। মেলাকে বয়কট করুন।

    আরও খবর

    Sponsered content