• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    রাজশাহীতে (এসএসসি) পরীক্ষার ফলাফলে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা

      প্রতিনিধি ২৮ জুলাই ২০২৩ , ৯:০৫:৩৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ শিবলী সাদিক রাজশাহীর ব্যুরো:

    রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় দিক থেকেই তারা এগিয়ে রয়েছে। চলতি বছর পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ বছর অংশ নেওয়া ২ লাখ ৬ হাজার ৩৩০ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন।

    শুক্রবার (২৮ জুলাই) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে প্রকাশিত ফলে এসব তথ্য জানা যায়। বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৪২ হাজার ৫১৭ জন। অর্থাৎ এ বছর জিপিএ-৫ কমেছে ১৫ হাজার ৬৪০ জন। এবছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১৪ হাজার ৭১৩ জন ছাত্রী ও ১২ হাজার ১৬৪ জন ছাত্র। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতে এ বছরও এগিয়ে রয়েছে ছাত্রীরা। এছাড়াও বোর্ডে ছাত্রের পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ ও ছাত্রী পাসের হার ৯০ দশমিক ০৮ শতাংশ। অর্থাৎ পাসের হারেও এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবছর বোর্ডের ৮ জেলায় ২ হাজার ৬৮১ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ১৭৮ স্কুলের শিক্ষার্থীরা। তবে বোর্ডের একটি মাত্র প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেন নি।

    এবিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, এ বছরও পাস ও জিপি-৫ এ ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। আগের বছর অর্ধেক নম্বরের পরীক্ষা হয়েছিল। কিন্তু এ বছর পূর্ণ নম্বরেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সে কারণে জিপিএ-৫ ও পাশের হারে কিছুটা পরিবর্তন হতে পারে।

    আরও খবর

    Sponsered content