• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    এমবিবিএস না হয়েও নামের আগে ডাক্তার লেখার কারন জানতে চাইলে সাংবাদিকের উপর হামলা

      প্রতিনিধি ২৯ জুলাই ২০২৩ , ১:০৫:৪০ প্রিন্ট সংস্করণ

    পাবনা থেকে শরিফুল ইসলাম

    এমবিবিএস না হয়েও নামের আগে ডাক্তার লেখার কারন জানতে চাইলে ভুয়া ডাক্তার কর্তৃক এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে পাবনা আমিনপুর থানাধীন দুলাই চরগোবিন্দ বাজারে এ ঘটনাটি ঘটে।

    ভুক্তভোগী সাংবাদিক জানান, চর গোবিন্দপুর বাজারে সাউদিয়া মেডিকেল হল নামক একটি ওষুধের দোকানে শাহীন নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবত ডাক্তারি পেশার দায়িত্ব পালন করছেন। যার কোন ধরনের ডাক্তারি পেশার উপর প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। স্থানীয় লোকজনের এমনই অভিযোগের ভিত্তিতে উক্ত বিষয় সম্পর্কে সেই ভুয়া ডাক্তারের সাথে কথা বলতে গেলে সুকৌশলে সে তার নিকট লোকজন এবং পেটুয়া বাহিনী ডাকেন। পরে তারা এসে তথ্য চাওয়া ওই সাংবাদিক কে প্রথমে লাঞ্ছিত এবং পরে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়িভাবে পেটাতে থাকে । এ সময় স্থানীয় সাংবাদিকরা এগিয়ে আসলে তাদের উপরেও চরাও হয় ভুয়া ডাক্তারের সেই পেটুয়া বাহিনী । পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ। স্থানীয় লোকজন এবং সাংবাদিকদের সহযোগিতায় আহত হাসান মিয়াকে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।উক্ত ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়েছেন সুশীল সমাজ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। উক্ত ঘটনার পরিপেক্ষিতে পরদিন শুক্রবার সাংবাদিক হাসান মিয়া বাদী হয়ে আমিনপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে আমিনপুর থানার পুলিশ পরিদর্শক মোঃ আনিসুর রহমান বলেন সাংবাদিকের উপর হামলা এটা খুবি দুঃখজনক, এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক সুস্থ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা হবে।

    সাংবাদিক হাসান মিয়াট অনলাইন টেলিভিশন জয় টিভি এবং দৈনিক আমার দেশ প্রতিদিন পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

    আরও খবর

    Sponsered content