• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কিশোরগঞ্জের হাওরে বেতার শ্রোতাদের মিলন মেলা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৯ জুলাই ২০২৩ , ৩:০৯:৫৬ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাবের যৌথ উদ্যেোগে গত ২৮ জুলাই-২০২৩ শুক্রবার কিশোরগঞ্জের নিকলী, মিটামইন ও অষ্টগ্রামের হাওরে হাওর বিলাস-২০২৩ শীর্ষক এক প্লেজার ট্যুর ও শ্রোতা মিলন মেলার আয়োজন করা হয়েছে।

    উক্ত হাওর বিলাস ও শ্রোতা মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েদ মোস্তফা কামাল, পরিচালক, বাংলাদেশ বেতার ও মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সাবেক পরিচালক ও সিনিয়র সাংবাদিক, রেডিও তেহরান, ইরান। এতে সভাপতিত্ব করেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহাদত হোসেন।

    অত্যন্ত জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক তনুজা মন্ডল, প্রযোজনা সহকারি এম. সবুজ মাহমুদ, মুখ্য উপস্থাপক মাহবুব সোবহান, উপস্থাপক আহসান জাবীব বাপ্পী, উপস্থাপক কামরুন্নাহার হেলেন, ভারতীয় ডিএক্সার প্রদীপ কুন্ড, প্রকৌশলী মঞ্জুরুল আলম রিপন, সালাহ উদ্দিন ডলার, আশিক ইকবাল টোকন, শরিফ আহমেদ জীবন, হোসাইন মুসা, শাহজালাল হাজারী, আতাউর রহমান রঞ্জু, সোহলে রানা হৃদয় ও জাহাঙ্গীর আলম প্রমূখ। এছাড়াও অত্যন্ত উপভোগ্য এ হাওর বিলাসে বাংলাদেশের ১৫ টি জেলা থেকে ৭৭ জন শ্রোতা অংশগ্রহণ করেন, অংশগ্রহণ করেন ভারতের শ্রোতাও। মো. আতিকুল ইসলামের উপস্থাপনায় হাফেজ মো. আবু জাহেদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। অতঃপর শ্রোতা পরিচিতি পর্ব। সারাদেশ থেকে বিখ্যাত শ্রোতাদের আগমনে অনুষ্ঠানে প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করেন।

    প্রধান অতিথি বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান তাঁর বক্তব্যে বলেন, শ্রোতারা যে বেতারকে এখনো এতো ভালোবাসেন তা এ অনুষ্ঠানে না আসলে বুঝতে পারতাম না। বাংলাদেশ বেতার এখন নতুন নতুন মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছার চেষ্টা করছে। সকলের সহযোগিতায় বেতার আবারো দেশের প্রধান গণমাধমে পরিণত হবে।

    বিশেষ অতিথি সায়েদ মোস্তফা কামাল বলেন, বেতার সব সময়, সব খানে, সবার জন্য। শ্রোতারা এ ধরনের অনুষ্ঠান আযোজনের মধ্য দিয়ে বেতারকে গণমানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করছে। দেশ ও সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের দোঁড় গোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ বেতার নিরলস ভাবে কাজ করছে।

    বিশেষ অতিথি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন যে, বাংলাদেশ বেতার ও আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের এরূপ মিলন মেলা সত্যিই প্রশংসনীয়। এতে উভয় বেতার কেন্দ্রই উপকৃত হবে। এ ছাড়া এ ধরণের অনুষ্ঠান শ্রোতাদেরকে একতাবদ্ধ হতে শিক্ষা দেয়, নতুন কেন্দ্রের অনুষ্ঠান শুনতে উৎসাহিত করে। হাওর বিলাস ও শ্রোতা মিলন মেলার সভাপতি মো. শাহাদত হোসেন বলেন, অতীতের মত বেতার এখনো শক্তিশালী গণমাধ্যম। প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগের দাপটের মধ্যেও দেশীয় বেতার ও আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলোর জনপ্রিয়তা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাব যৌথ ভাবে বছরে ৫/৬টি অনুষ্ঠান আয়োজন করে থাকে। একেকটি অনুষ্ঠান একেটি অঞ্চলে একেকটি বৈশিষ্ট্য মন্ডিত স্থানে আয়োজন করা হয়। ফলে এক দিকে যেমন নতুন শ্রোতা সৃষ্টি হয়, তেমনি শ্রোতাদেরও নতুন অঞ্চল সম্পর্কে ধারণা হয়।

    এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের সহকারি পরিচালক তনুজা মন্ডল, প্রযোজনা সহকারি এম. সবুজ মাহমুদ, মুখ্য উপস্থাপক মাহবুব সোবহান, উপস্থাপক আহসান জাবীব বাপ্পী, উপস্থাপক কামরুন্নাহার হেলেন, ভারতীয় ডিএক্সার প্রদীপ কুন্ড। শ্রোতাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের বিখ্যাত ডিএক্সার ও প্রকৌশলী মঞ্জুরুল আলম রিপন, ডিএক্সার সালাহ উদ্দিন ডলার, ডিএক্সার আশিক ইকবাল টোকন, সংগঠক ও সমাজসেবক শরিফ আহমেদ জীবন, সংগঠক ও বেতার শ্রোতা হোসাইন মুসা, বেতার সংগঠক শাহ জালাল হাজারী, বেতার সংগঠক আতাউর রহমান রঞ্জু ও ডিএক্সার সোহলে রানা হৃদয়।

    হাওর বিলাস ও শ্রোতা মিলন মেলার নৌকা সকাল সাড়ে ৯ টায় কিশোরগঞ্জের নিকলী থেকে ছেড়ে মিটামইন উপজেলায় পৌঁছে। নৌকা চলমান অবস্থায় শ্রোতাদের মতামত এবং কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। মিটামইন থেকে অতিথি ও শ্রোতারা সড়ক পথে অল-ওয়েদার রোডে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে অষ্টগ্রাম পৌঁছান। অষ্টগ্রামে জেলা পরিষদের অডিটোরিয়ামে মধ্যাহ্নভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সবাই অষ্টগ্রাম জিরো পয়েন্ট ঘুরে দেখেন। বিকেল অষ্টগ্রাম থেকে নিকলীর উদ্দেশ্যে নৌকা ছাড়ে। এ সময় শরিফ আহমেদ জীবনের সৌজন্যে রাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শ্রোতাদের দ্বারা এমন সুন্দর আয়োজনে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান, বিশেষ অতিথি সায়েদ মোস্তফা কামাল পরিচালক, বাংলাদেশ বেতার ও মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সাবেক পরিচালক ও সিনিয়র সাংবাদিক, রেডিও তেহরান, ইরান মুগ্ধ হয়ে যান এবং কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের ভুয়সী প্রশংসা করেন।

    আরও খবর

    Sponsered content