• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৯ জুলাই ২০২৩ , ১০:০৬:১৫ প্রিন্ট সংস্করণ

    মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

    রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বালক ও বালিকা দল অংশগ্রহণ করেন। দিনের প্রথম খেলায় বিলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ১-০ গোলে হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।অপর খেলায় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৩-০ গোলের ব্যবধানে নরদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের সুস্থ রাখে। তাদের মাঝ থেকে বিভেদ হিংসা প্রতিহিংসা দূর করে। সুস্থ ধারার সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। বর্তমানে গ্রাম বাংলার অনেক খেলাধূলায় আজ বিলুপ্ত। তাই খেলাধূলার দিকে আমাদের ফিরে যেতে হবে। এ জন্য সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দেশ ব্যাপি চালু করেছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর শাহাদৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, আব্দুল মজিদ, রবিউল হাসান, বাগমারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান। উক্ত টুর্ণামেন্টে উপজেলার ২২০ টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করেছিল। রেফারী হিসেবে বালক ও বালিকা দলের খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর ও রহিদুল ইসলাম। এসময় খেলায় সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এছাড়াও উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। হুইল চেয়ার পাওয়ায় তারাও এখন ভালোভাবে লেখাপড়ার সুযোগ পাবে।

    আরও খবর

    Sponsered content