• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    পটিয়া দক্ষিণ ছনহরায় কারবালা মাহফিলে -ইদ্রিস মিয়া  ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত মুসলিম ইতিহাসের মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২৩ , ১০:১৮:৩৫ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

    পটিয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও কারবালা মাহফিল উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেছেন, ইসলামের জন্য কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হোসাইন (রা.)-এর  শাহাদাত বরণ ‘মুসলিম উম্মাহকে শিক্ষা নিতে হবে।  ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত মুসলিম ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা।  নবী-দৌহিত্র ইমাম হোসাইন (রা.)। বড়ই নির্মম এ ইতিহাস। যে ইতিহাস সত্যের পথে জালেমের বিরুদ্ধে লড়াই করার; যে ইতিহাস রক্ত দেওয়ার। এ মর্মান্তিক ঘটনাটি এতই লোমহর্ষক ও হৃদয় বিদারক যে, সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজো তা ভুলতে পারেনি-পারবেও না। মহানবী (স.)-এর আদর্শের প্রতীক  ইমাম হোসাইন (রাঃ) সত‍্য ধর্ম ইসলাম ও ন‍্যায় প্রতিষ্ঠা করতে সেইদিন ইয়াজিদের সঙ্গে আপস করেননি। সবাইকে কারবালা ময়দানে থেকে শিক্ষা নিয়ে এবং  মহানবী (স.) ও ইমাম হোসাইন (রাঃ) আদর্শ অনুসরণ করে জীবন গঠনের আহবান জানান। তিনি গত শনিবার রাতে (২৯জুলাই) পটিয়া ছনহরা সিকদার বাড়ি মরিয়ম আল হাসান জামে মসজিদে  দক্ষিণ ছনহরা এলাকাবাসী ও শোহাদায়ে কারবালা মাহফিল উদযাপন কমিটির সহযোগিতায় ৪র্থ তম আহলে বাইতে রাসূল (স:) স্মরণে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    বিশিষ্ট ব‍্যবসায়ী মোহাম্মদ সেলিম উদ্দিন আনার এর সভাপতিত্বে ও মসজিদের মুয়াজ্জিন আবু ছৈয়দ এর পরিচালনায় মাহফিলে ওয়াজিন করেন হাফেজ ক্বারী মুফতি গোলাম কিবরিয়ি আল কাদেরী, হাফেজ আহমদ আল কাদেরী, মাওলানা নুরুল হাকিম আল কাদেরী, আল্লামা শরীফ উল্লাহ আশেকী। উপস্থিত ছিলেন মাহফিল কমিটির সভাপতি মফজল সওদাগর, জাহাঙ্গীর কামাল, শফিকুল আলম চেয়ারম্যান, ইকবাল হোসেন মেম্বার, সাইফুল আলম মেম্বার, আনোয়ার হোসেন রুবেল, আনোয়ার সিকদার, এস এম সুমন, মাঈনুদ্দিন, শাহজাহান, আলী আজগর রুহেন, বদিউল আলম, আলমগীর বাদশা, নুর মোহাম্মদ, মহিউদ্দিন, মানিক, বাবু, রিপন, এরশাদ।

    আরও খবর

    Sponsered content