• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়া সান্তাহারে ট্রাক শ্রমিককে পেটালেন আনসার সদস্যরা

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৫৬:১০ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি

    বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাফার সার গোডাউনের রাস্তা থেকে ট্রাক সরানো নিয়ে মারুফ হোসেন নামের এক জন ট্রাক শ্রমিককে মারপিটের অভিযোগ উঠেছে কর্তব্যরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। ট্রাক শ্রমিক মারুফ হোসেন (১৯) যশোর জেলার চুরামন কাঠি গ্রামের ফারুক হোসেনের ছেলে।
    আজ (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে সান্তাহার বাফার সার গোডাউনে ঘটনাটি ঘটে। ঘটনার পরেই শ্রমিকরা ব্যাপক উত্তেজিত হয়ে পড়ে। এরপর বাফার সার গোডাউনের কর্মকর্তা ও ট্রাক মালিক এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের  নেতাকর্মীরা এক বৈঠকের মাধ্যমে তাদের নিয়ে আপোষ মিমাংসা করেন। অভিযুক্ত দুই আনসার সদস্য আইনুল ও মোবারক হোসেন৷ সরজমিনে গিয়ে জানা গেছে, যশোর জেলার  নোয়াপাড়া থেকে ট্রাকে করে সান্তাহার বাফার সার গোডাউন থেকে সার নিতে আসেন চালক বাবুল ও হেলপার মারুফ হোসেন। ট্রাকটি হঠাৎ সদর গেইট পার হতেই একটি চাকা পাংচার হয়। তখন সদর গেইটে থাকা কর্তব্যরত দুই আনসার সদস্য মোবারক হোসেন ও আইনুল তাদের সেখান থেকে ট্রাকটি সরাতে বলেন। এ সময় হেলপার মারুফ তাদের বলেন, চাকা মেরামত করে ট্রাকটি সরিয়ে নিবেন। এমন কথায় তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আনসার সদস্যরা দলবদ্ধ হয়ে মারুফকে লাঠি দিয়ে মারধর করে। এ ঘটনায় হেলপার আহত হয়ে পড়লে তাকে নিয়ে স্থানীয় এক চিকিৎসালয়ে নিয়ে যায় শ্রমিকরা। এ নিয়ে শ্রমিক ও আনসার সদস্যদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এরপর বাফার সার গোডাউনের কর্মকর্তা-কর্মচারী ও ট্রাক মালিক- শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনার পর এক বৈঠকের মাধ্যমে তাদের মধ্যে আপোষ মিমাংসা করান বাফার সার গোডাউনের কর্মকর্তা, ট্রাক মালিক এবং ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতাকর্মীরা। এ বিষয়ে বিসিআইসি ইনচার্জ একেএম হাবিবুর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। দুই আনসার সদস্য এবং ওই শ্রমিকের সাথে বসে বিষয়টি মিমাংসা করা হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল  পরিদর্শন করা হয়েছে। বর্তমানে সেখানকার  পরিস্থিতি স্বাভাবিক আছে।

    আরও খবর

    Sponsered content