• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    রাজস্থলীতে উদ্বোধন করলেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২৩ , ৫:৪২:০৬ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার রাজস্থলী

    দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে পঞ্চম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরই ধারাবাহিকতায় ৩০শে জুলাই (রবিবার) সকালে রাজস্থলী উপজেলা চত্বরে পাশ ঘেঁষে রাজস্থলী বাস স্টেশনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত হতে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সারা দেশে ৫ম পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের অংশ হিসেবে রাজস্থলী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।
    দৃষ্টিনন্দিত রাজস্থলী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যায় হয়েছে ১২ কোটি ৫৪ লক্ষ টাকা, যা বাস্তবায়নের দায়িত্ব ছিলো গণপূর্ত বিভাগের। তিন তলা ফাউন্ডেশনের তিন তলা ভবনের নিচ তলা- ১২,১৬৮ বর্গফুট, দ্বিতীয় তলা- ৭,৮২৫ বর্গফুট এবং তৃতীয় তলা- ৭,৮২৫ বর্গফুট পরিমাপের।
    রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মোঃ বখতেয়ার হোসেনের এর সভাপতিত্বে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ইসলামী ফাউন্ডেশন এর আয়োজনে ও ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা , রাজস্থলী আমি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ আবীর আরমান নুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ তৌকীব হোসেন,উপ সহকারী প্রকৌশলী তৌহিদুল আকবর চৌধুরী,উপ সহকারী প্রকৌশলী সুজন পাল, ওসি জাকির হোসেন, রাজস্থলী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নুর কাদেরী, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম,কৃষি কর্মকর্তা আবুল খায়ের ভূঁইয়া, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রাজস্থলী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার ও উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল হক, প্রমুখ।
    এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি , ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা এবং বিভিন্ন মসজিদ হতে আগত ইমাম, অতিথি ও স্থানীয় জনসাধারণ।
    উল্লেখ্য যে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে একইদিন একযোগে সারাদেশে ৫ম পর্যায়ে মোট ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।ইতিপূর্বে সারাদেশে প্রথম, দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ পর্যায়ে মোট ২০০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে যা এখন ২৫০তে দাড়ালো।v

    আরও খবর

    Sponsered content