• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    বাবা ও ছেলে দুই প্রতারক মনিরামপুরে বিভিন্ন চাকুরির নামে প্রতারণা

      প্রতিনিধি ৩১ জুলাই ২০২৩ , ১০:০০:৫০ প্রিন্ট সংস্করণ

    মনিরামপুর প্রতিদিনঃ

    ২০১৯সালে তিনটি সরকারি চাকরি জন্য-২৫লক্ষ টাকা নিয়েছিল-মোঃরুস্তম আলী ফকির-পিতা:মোঃরফিকুল ইসলাম ফকির, গ্রাম-১৭নং মনোহরপুর,উপ:মনিরামপুর,জেলা:যশোর।তারা কিছু টাকা নগত আর-টাকাগুলী দেওয়া ডার্চ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে, এস, এ পরিবহন ও বিকাশ এজেন্ট নাম্বারের।আরো কিছু টাকা রুস্তমের আলীর কথামতো টুঈিপাড়া গোপালগঞ্জের” পাতানো পিতা”মহা প্রতারকঃমোঃআমিনুল ইসলাম-সরদার-পিং-মৃতঃবারিক-সরদার-মাতাঃআনোরা বেগম-গ্রামঃগীমাডাঈা, উপ:টুঈীপাড়া,জেলাঃগোপালঞ্জকে দেওয়া হয়েছিল।এই দুই প্রতারক তিনটি সরকারি চাকরি ও ব্যবসার কথা বলে মোটা অংকের ২৫লক্ষ টাকা হাতিয়ে নেন।পরবর্তিতে চাকরি দেইনি/টাকাও ফেরত‍্য দেইনি।

    এদিকে একধিক ভুক্তভোগীরা জানান যেমন -মোঃনজরুল ইসলাম,ইনামুল হোসেন সাং-মনোহরপুর,মনিরামপুর,যশোর,আর আলীবক‍্য- ডুমুরিয়া,খুলনা।তারা জানান বাজারে ব‍্যাবসা করতে চেয়েছিলেন মুরগীর ফার্ম,গরুর ফার্ম,আর চাকরি দিতে চেয়েছিলেন-১/এন,এস,আই-২/পুলিশ কনস্টেবল-৩/এসেন্সিয়াল ড্রাগ কোম্পানিতে।দুই প্রতারক মুখে বলতেন-মন্ত্রী,এমপি,বড় অফিসার আমাদের,আত্মীয়,প্রায় জায়গায় সুকৌশলে নেতাদের সঙ্গে ছবি তুলে,সুকৌশলে প্রতারণা করেন,সেই থেকে”৩টি বছর দিনের পর দিন ঘুরাচ্ছে,টাকা চাইলেই শুধু দিন দেয় টাকা দেয় না প্রতারকরা।

    সর্বশেষ কোন সমাধান না পেয়ে,মোঃনজরুল ইসলাম-বাদী হয়ে,যশোর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত,মনিরামপুর,যশোর-কোর্টে একটি মামলা রুজু করেন।মামলা নং-৪৪০/২২ইং,বিজ্ঞ আদালত মামলাটি (সি,আই,ডি) যশোরকে তদন্ত দেয়। বর্তমান মামলাটি চলমান।

    তথ্য অনুসন্ধানে জানা গেছে ৪নংপাটগাতি, টুঈিপাড়ার চেয়ারম্যান বলেন আমিনুল ছেলেটি প্রতারক,এবং সেই সাথে মনিরামপুর যশোরে রুস্তমের আলীর ফকিরের নিজের ইউনিয়নের জন প্রতিনিধির ও সচেতন মহলের সাথে কথা বললে জানতে পারি এই ঘটনাটি নতুন না,এই ঘটনার সাথে রুস্তম আলী ফকির জড়িত আছে আমরা জানি।

    বতর্মান এই মামলার তদন্ত অফিসার-জনাবঃএস.আই,দীপ্তা রায় তিনি জানান সকল তদন্ত শেষ করে রিপোর্ট পাঠিয়েছি আপনারা আদালতে খবর নিন,বর্তমান মামলাটি চলমান।

    আরও খবর

    Sponsered content