• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আর্থিক সহযোগিতার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা দামুড়হুদার মেধাবী ছাত্রের

      প্রতিনিধি ১ আগস্ট ২০২৩ , ৬:৫৩:৫৯ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ

    দামুড়হুদার দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দিলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের আক্কেল আলীর ছেলে মামুন হোসেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ হতে এবার মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় GPA-5(A+) পেয়ে উর্ত্তীণ হন। সে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মেধাতালিকায় ভর্তির যোগ্যতা অর্জন করে।কিন্তু তার গরীব অসহায় পিতা পরিবারের দায়িত্ব ও ভরণপোষণ না দেওয়ায় নিজে লেখাপড়ার পাশাপাশি কায়িক শ্রমের মাধ্যমে পরিবারের ব্যয়ভার বহন করতে থাকে। মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে তার ভবিষ্যত। বিষয়টি চুয়াডাঙ্গা জেলা পুলিশ আব্দুল্লাহ্ আল-মামুন জানতে পেয়ে মেধাবী শিক্ষার্থী মামুন হোসেনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সহযোগিতার হাত বাড়ায়। সোমবার দুপুর আড়াই টায় পুলিশ সুপারের কার্যালয় অফিসকক্ষে মেধাবী শিক্ষার্থীকে ভর্তি বাবদ তিনি আর্থিক সহযোগিতা প্রদান করেন।

     

    আরও খবর

    Sponsered content