• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

      প্রতিনিধি ১ আগস্ট ২০২৩ , ৬:১০:৫০ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    “মানুষই মূখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে জেলা প্রশাসন ও মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় বান্দরবানের আয়োজনে রবিবার (৩০শে জুলাই) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    নবাগত জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, আমাদের যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের ক্রীড়া, সংগীত, চিত্রাংকণ এবং বিভিন্ন অনুশীলনের সংগে যুক্ত রাখতে হবে। এসময় তিনি আগামী প্রজন্মকে সুস্থ রাখতে এবং মাদকের গ্রাস থেকে সমাজকে মুক্ত রাখতে প্রত্যেক নাগরিককে তাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি নজর দেয়ার আহবান জানান।

    বান্দরবানের নবাগত জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো:মোজাফফর হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো:আফজাল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী,সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে অংশগ্রহণকারী ১৮জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

    আরও খবর

    Sponsered content