• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগের উদ্যােগে শোকাবহ ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৫:২৫:২৮ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:-

    শোকাবহ ১৫ই আগস্ট। জাতীয় শোক দিবস। ইতিহাসের এক কলঙ্কজনক দিন। আমাদের কান্নার দিন। দুঃখ, কষ্ট আর বেদনার দিন। ১৯৭৫ সালের এই দিনে আমরা হারিয়েছি বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল সদস্যের হাতে নির্মমভাবে সপরিবারে নিহত হন তিনি। সেই থেকে পনের আগস্ট বাংলা ও বাঙালির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে পরিগণিত। তবে আমাদের দুঃখ কিছুটা হলেও হ্রাস পাবে এ জন্যে যে, আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে পেরেছি এবং জাতির কপালে কলঙ্কের যে কালিমা লেপ্টে ছিল, তা মোচন করতে সক্ষম হয়েছি। পনের আগস্ট হত্যাকাণ্ডের পর জাতির যে দায়বদ্ধতা ছিল, সেই দায়মুক্তি ঘটলো বিচার কাজের মাধ্যমে। দিবসটি উপলক্ষে সারাদিনব্যাপি নানান কর্মসূচি মধ্যে দিয়ে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ। বিকেলে শোকরেলি বের করে। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় শ্রমিকলীগ পটিয়া পৌরসভার সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোজাম্মল হক, সহ সভাপতি কলিমুর রহমান, রিয়াদ, সুমন চৌধুরীসহ শত শত নেতা কর্মী।

     

    আরও খবর

    Sponsered content