• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    মাসিক সাহিত্যকলি’ হিজরী নববর্ষের প্রকাশনা অনুষ্ঠান

      প্রতিনিধি ১ আগস্ট ২০২৩ , ৬:৩১:৪০ প্রিন্ট সংস্করণ

    জাহেদুল ইসলাম

    সত্যের পথে সাহসের সাথে কলম চলবে অবিরাম” প্রতিপাদ্যে সাহিত্যের ছোট্ট কাগজ “মাসিক সাহিত্যকলি” হিজরি নববর্ষের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে। ১৪৪৫ হিজরি সনের সূচনাপর্বেই নবতর আমেজে হাজির হলো সাহিত্য সাময়িকীর ৮ম সংখ্যা। হিজরি সন, সীরাতে নবভী স., আলোকিত মনীষা, ইসলামী স্থাপত্য, আত্মজৈবনিক সাক্ষাৎকার, দিনলিপি, ভ্রমন কাহিনী, স্মৃতিকথা, কবিতা-ছড়া, গ্রন্থালোচনা, আলোকিত শিক্ষাঙ্গন, মাদ্রাসা ও সাহিত্য সংবাদসহ গুরুত্বপূ্র্ণ বিষয়াদী নিয়ে নবীন-প্রবীণের লিখনী দিয়ে সাজানো হয়েছে এবারের সংখ্যাটি।
    সোমবার (১২ মুহররম, ৩১ জুলাই) পড়ন্ত বিকেলে রামু কলঘর বাজারস্থ কাজী অফিসে অনাড়ম্বরভাবে মাসিক সাহিত্যকলির নতুন এ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    বিদগ্ধ লেখক, প্রাবন্ধিক, সাহিত্যিক ও সম্ভাবনাময়ী একঝাঁক নবীন লিখিয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ সাহিত্যায়োজন হয়ে উঠে অনেক প্রাণবন্ত।মাসিক সাহিত্যকলি’র উপদেষ্টা সম্পাদক, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা লেখক, শামসুল হক শারেক। তিনি বলেন, সাহিত্যের ছোট্ট কাগজ “সাহিত্যকলি” নবীন লিখিয়েদের একটি আশাজাগানিয়া প্লাটফরম। ইসলামের শাশ্বত সৌন্দর্য উপস্থাপন এবং সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চায় সম্ভাবনাময়ী এ সাহিত্য প্রকাশনা নবীনদের অগ্রযাত্রায় প্রেরণাদীপ্ত প্রতীক হিসেবে কাজে আসবে।

    সম্পাদক অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কবি, প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনিরী, প্রবীণ আলিম মাওলানা মোস্তাক আহমদ, রামু লম্বরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান, রামু লেখক ফোরামের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও পুষ্পকলির নির্বাহী সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, মুবাল্লিগ
    মাওলানা আব্দুল গফুর, রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কচি ফুলের আসর বিভাগীয় সম্পাদক মুহাম্মদ নুরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, সম্পাদনা সহযোগী শফিকুল ইসলাম, হাফেজ সাঈদ হোসাইন, ব্যস্থাপনা সহযোগী আব্দুল্লাহ মাহমুদ, নবীন লিখিয়ে বোরহান মাহমুদ, আহমদ বিন শফী, আবরার বিন মনির, কামরুল ইসলাম মুছা প্রমুখ। সভাপতির বক্তব্যে উপদেষ্টা সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেন, সাহিত্যাঙ্গনে আমাদের আদর্শিক অভিযাত্রাকে গতিময় করার লক্ষে বপিত স্বপ্নের বীজ এ সাহিত্যকলি। সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিশুতোষ এ প্রকাশনাকে সমৃদ্ধ করার জন্য বিজ্ঞজনদের সুচিন্তিত মতামত, শুভানুধ্যায়ীমহলের সুপরামর্শ, দু’আ ও আন্তরিক সহযোগিতা কাম্য।

    প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মোস্তাক আহমদের পরিচালনায় মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

    আরও খবর

    Sponsered content