• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    বান্দরবানে আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের নির্মিত মাচাং ঘর ও সেমিপাকা ঘর পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন

      প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ১২:৪৮:০০ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

    বান্দরবান সদর উপজেলাধীন ৬নং জামছড়ি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের নির্মিত মাচাং ঘর ও সেমিপাকা ঘর ২আগস্ট বুধবার দুপুরে পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নার্গিস সুলতানা, সহকারী কমিশনার রাজীব কুমার বিশ্বাস, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, ৬নং জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যসিংশৈ মার্মা, জামছড়ি ইউপি সচিব উচ মং মারমা, জামছড়ি বাঘমারা ৪নং ওয়ার্ড ইউপি সদস্য চিম্প্রু মেম্বার,জামছড়ি ৫নং ওয়ার্ড ইউপি সদস্য খুশি কুমার তংচঙ্গা’সহ অন্যান্য ইউপি সদস্যগণ ও এলাকার উপকারভোগী পরিবারগণ। এসময় জেলা প্রশাসক ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন মাচাং ঘরগুলো পরিদর্শন করেন এবং কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

    জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, ইতিপূর্বে বান্দরবান জেলায় পাঁকা ঘর নির্মাণ হলেও জেলা প্রশাসকের আবেদনের প্রেক্ষিতে পার্বত্য এলাকার ঐতিহ্য ও কৃষ্টির সাথে সঙ্গতি রেখে তৈরি হচ্ছে মাচাংঘর, স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে এবং এলাকার জনপ্রতিনিধিদের মতামত নিয়ে এসব মাচাংঘর নির্মাণের প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। এই প্রস্তাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রতিনিধিদল বান্দরবান পরিদর্শন শেষে মাচাংঘর নির্মাণের যৌক্তিকতা বিবেচনায় এনে বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content