• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • শিক্ষা

    কমলগঞ্জে মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ১:২১:১৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ, মৌলভীবাজার

    মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন এ মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে শতাধিক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের শোকাবহ মাস হিসেবে কালো বেজ ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। ১০১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    শনিবার(৫ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সভাপতি শাহাজ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃতি সন্তান হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) নুরুল ইসলাম।

    মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক শিক্ষক ফরিদ আহমদেের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।

    অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর সভাপতি সাজ্জাদুল হক স্বপন, মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সাবেক সভাপতি ও মনিপুরী মুসলিম সমাজ কল্যান পরিষদের সভাপতি শিক্ষক মো. খুরশেদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক শাব্বির এলাহি, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর উপদেষ্টা হাজী মো. আব্দুস সামাদ, কমলগঞ্জ উপজেলা স্কাউটস সম্পাদক মো.মোসাহিদ আলী,নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মো.আব্দুস সালাম প্রমুখ।

    উল্লেখ্য, মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার্থী দরিদ্র ও মেধাবী মণিপুরি মুসলিম মিক্ষার্থীর মাঝে শুধু শিক্ষা উপকরণ বিতরণ করে না। প্রতি শুক্রবার বিনামূল্যে বিশেষ ক্লাস নিয়ে ও নিয়মিত বাড়িতে শিক্ষার্থীদের খোঁজ নিয়ে থাকে।

    আরও খবর

    Sponsered content