• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রাজস্থলীতে  ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে আসার নির্দেশ ও পানি প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন ইউএনও

      প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ৮:৪৮:৪১ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার রাজস্থলী

    রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায পরিদর্শন করে উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গারহালিয়া বাজার সহ দক্ষিণেশ্বর কালী মন্দিরে পাশে অবস্থিত পানিতে প্লাবিত ৬নং ওয়ার্ডে বেশ কয়েকটি এলাকা  পরিদর্শন করেছেন  রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। শনিবার (৬ আগষ্ট) সকাল ১১টায় তিনি ঐ এলাকায়  পরিদর্শন করেন এবং পাহাড়ের পাদদেশে বসবাসরত জনসাধারণকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আসার নির্দেশ দেন। এসময় তিনি মাইকিং এর মাধ্যমে পাহাড়ধ্বস হতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সকলকে সচেতন থাকতে বলেন। এর আগে তিনি রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ,গাইন্দ্যা ইউনিয়ন প্রচন্ড বৃষ্টিতে পায়ে হেঁটে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে গিয়ে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলকায় পরিদর্শন করেন।
    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি সাফিউল আজম বাবু,বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি পুলক চৌধুরী, ইউপি সদস্যা বাপ্পী দেব, ইউপি সদস্য শিমুল দাশ, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুন সেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রবীর দত্ত ও রেড ক্রিসেন্ট এর সদস্যরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content