• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবান জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় পার্বত্য মন্ত্রী, পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধি জরুরী

      প্রতিনিধি ৯ জুলাই ২০২৩ , ৩:৫৪:৪৬ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধি ও সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে বান্দরবানে ভ্রমণরত সকল পর্যটকদের সার্বিক সহযোগিতা করতে প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর।

    ৯জুলাই রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি প্রশাসনের কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করেন।

    এসময় পার্বত্যমন্ত্রী পর্যটকদের বান্দরবান ভ্রমনে যাতে কোন হয়রানিরা শিকার হতে না হয় এবং পর্যটকরা দ্রুত সময়ে বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমনে করে আবার নিজ নিজ গন্তব্যে ফেরত যেতে পারে সেজন্য সকল প্রশাসনকে তদারকি কার্যক্রম আরো বৃদ্ধি করে পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিত করার আহবান জানান।

    সভায় বান্দরবানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বান্দরবানের উন্নয়ন কার্যক্রমগুলো সঠিকভাবে তদারকি করার জন্য জেলা প্রশাসককে নির্দেশনা প্রদানের পাশাপাশি সকল সরকারি দপ্তরের প্রধানদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহবান জানান পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর।

    সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,বান্দরবানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের কর্মকর্তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং পর্যটকদের বান্দরবান ভ্রমনে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

    এসময় জেলা প্রশাসক আরো বলেন, বিদেশী পর্যটকরা যাতে সহজেই বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমন করতে পারে সেজন্য স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে এখন বান্দরবান জেলা প্রশাসনের ওয়েবসাইটে অনলাইনে সকল ফরম পূরণ ও ভ্রমনের অনুমতি পাচ্ছে, আর এতে বান্দরবান ভ্রমনে দেশী পর্যটকদের পাশাপাশি বিদেশী পর্যটকদের পরিমান বৃদ্ধি পেয়েছে।

    এসময় সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, ডেপুটি সিভিল সার্জন ডা.নয়ন সালাহউদ্দিন, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সৌরভ দাশ শেখর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীব মীরা,সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও সরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content