• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    শম্ভু মৈত্র, কবি, সংগঠক ও ক্রীড়া ধারাভাষ্যকার

      প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ৩:৩৮:৫৯ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    ক্রীড়া ভাষ্যকার, বাংলাদেশ বেতারের। বাংলাদেশের এই সময়ের অন্যতম ক্রীড়া ভাষ্যকারদের একজন তিনি হলেন শম্ভু মৈত্র জন্ম ১৯৮১ সালের ৫ আগস্ট মাগুরা জেলার সদর উপজেলার কুচিয়া মোড়ার ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা শিশির কুমার মৈত্র ও মাতা মীরা রাণী মৈত্র। প্রাথমিক শিক্ষা কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ম শ্রেণি পাস করেন ১৯৯০ সালে এবং কুল্লিয়া কুচিয়া মোড়া সৈয়দ আতর আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তির্ন হন, ১৯৯৬ সালে ১ম বিভাগে যশোর শিক্ষা বোর্ডের আওতায়।

    তিনি বুনাগাতী ডিগ্রী কলেজ থেকে যশোর শিক্ষা বোর্ড থেকে ১৯৯৮ সালে এইচ.এস.সি পাস করেন ১ম বিভাগে। ২০০১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস (সম্মান) ফরিদপুরের রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২য় শ্রেণিতে,২০০২ সালে ২য় শ্রেণি মাস্টার্স (রাষ্ট্র বিজ্ঞান) সম্পন্ন করেন ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবং বিএড করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশোর থেকে ২০১০ সাল।

    তিনি বিগত ২০০৪ সাল থেকে পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ে মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন। শিক্ষকতার পাশাপাশি ক্রীড়া ভাষ্যকার হিসেবে সু-নামের সাথে কাজ করে আসছেন। তিনি ২০১২ সাল থেকে বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার হিসেবে কর্মরত থেকে ফুটবল ও ক্রিকেট খেলার জাতীয় এবং আন্তর্জাতিক ম্যাচের ধারাভাষ্য দিয়ে ইতিমধ্যেই একযুগ পার করে চলেছেন। তিনি সাহিত্যে তাঁর পদচারণায় বাংলা একাডেমি কর্তৃক একুশের বই মেলায় তাঁর কাব্যগ্রন্থ প্রতাশিত হচ্ছে।

     

    ক্রীড়া ধারা বর্ণনায় নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এ শিক্ষক ক্রীড়া ব্যক্তিত্ব শম্ভু মৈত্র। প্রতিভাবান এই গুণী মানুষটি ক্রীড়াঙ্গনের নানাবিধ কর্মকান্ডের সাথে গত এক দশক নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং এদেশের ক্রীড়াঙ্গন ও শিক্ষাঙ্গনে সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন। কঠোর পরিশ্রম, মেধা, দক্ষতা, যোগ্যতা, অধ্যাবসায়, চর্চা, সৃজনশীলতা, অসাধারণ ব্যাক্তিত্ব এবং তিনি এদেশের ক্রীড়া ধারা বর্ণনা অগ্রণী ভুমিকা পালন করেছেন। এ ছাড়াও বাংলাদেশ স্কাউটস, শালিখা, মাগুরার সহকারী কমিশনার ও ব্রাহ্মণ সংসদ, মাগুরা সদর শাখার সহ-সভাপতি এবং মাগুরার লোকনাথ সেবা সংঘের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

     

    ফুটবল বলুন আর ক্রিকেট বলুন খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার কর্তৃক সম্প্রচার করা হয় এবং যাদের কন্ঠে এই খেলার ধারা বিবরণী বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে শোনা যায় তাদের মধ্যে অন্যতম হলেন, এই ক্রীড়া ভাষ্যকার শম্ভু মৈত্র। ক্রীড়াঙ্গনের বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার। ২০১২ সাল থেকে মাগুরা জেলা শাখার বাংলাদেশ তরুণ লেখক পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। লিখেছেন বহু গল্প ও কবিতা। বর্তমানে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাগুরা জেলা শাখার সভাপতি। ব্যক্তি জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক (এষা, অস্মিতা ও সৌমিকা)। স্ত্রী মিনা মৈত্র গীতা স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

    কবি, সংগঠক ও ক্রীড়া ধারাভাষ্যকার শম্ভু মৈত্র, তারা ৬ ভাই বোন, ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে পিতা মাতার ৪র্থ সন্তান তিনি এবং ভাইদের মধ্যে বড়। ছোট ভাই শান্ত মৈত্র বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন।

     

    আরও খবর

    Sponsered content