• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    অভয়নগরে আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগে আদালতে মামলা

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২৩ , ২:৩১:২৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

    যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সুভাষ রায়ের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগে উপজেলার আড়পাড়া গ্রামের গোলক চন্দ্র রায়ের পুত্র সপিন রায় যশোর সহকারী জজআদালতে হাজির হয়ে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে জানা গেছে গত ২০২২ সালের ৩রা নভেম্বর কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, আয়া ও নৈশ প্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিদ্যালয়ের সভাপতি নিয়োগ প্রার্থীদের কাছে মোটা অংকের অর্থ দাবি করতে থাকে। এমতাবস্থায় স্থানীয় সচেতন মহল অর্থ দাবীর বিষয় জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর গণ স্বাক্ষরিত লিখিত অভিযোগ দায়ের করার পর নিয়োগ বন্ধ হয়ে যায়। পরবর্তিতে বিদ্যালয়ের সুচতুর সভাপতি সু-কৌশলে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ বাণিজ্যে করে চলেছেন। খবর পেয়ে এবার এলাকাবাসি নিয়োগ বানিজ্য বন্ধের জন্য প্রধান শিক্ষক বরাবর, জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে আরও জানাগেছে উপজেলার আড়পাড়া গ্রামের সমির মন্ডলের স্ত্রী চম্পা মন্ডলের কাছ থেকে অফিস সহায়ক পদে চাকুরীর জন্য বিদ্যালয়ের সভাপতি ৭ (সাত) লক্ষ টাকা ও ফুলেরগাতী গ্রামের বিশ^জিত সরকারের পুত্র শায়ন সরকার কম্পিউটার অপারেটরের চাকুরী প্রত্যাশীর কাছ থেকে ১০ (দশ) লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়া আড়পাড়া গ্রামের নৈশ প্রহরী পদে চাকুরী প্রত্যাশী পার্থ ধরের নিকট ১৩ (তের) লক্ষ টাকা ও সুব্রত রায়ের কাছে ৮ (আট) লক্ষ টাকা দাবী করেন। সু-চতুর সভাপতি ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য গোপনে নিয়োগ বোর্ড গঠন সহ নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ রায়ের সাথে মোবাইলে কয়েক দফা যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলামের মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

    আরও খবর

    Sponsered content