• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    একটি সড়কের অভাবে সম্ভাবনাময়ী ব্যাংডেবা অনেকটা পিছিয়ে : রাস্তার দাবী

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২৩ , ৫:৪৪:১৪ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর,ঈদগাঁও

    জোয়ারিয়ানালার ৮নং ওয়ার্ডের একটি অংশ হচ্ছে ব্যাংডেবা। একটি সড়কের অভাবে অনেক টা পিছিয়ে রয়েছে ব্যাংডেবা নামক এলাকাটি। যার কারনে কষ্ট পেতে হচ্ছে অসংখ্য জনগনকে।

    এলাকাটি জোয়ারিয়ানালা ইউনিয়ন থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বে ও ঈদগড়-বাইশারীর সড়ক থেকে ২ কিলোমিটার পশ্চিমে। এখানকার মানুষ গুলো খুব সহজ সরল। স্বাধীনতার পূর্ব থেকেই এই এলাকায় বসবাস করে আসছে তারা। কিন্তু এখনো পর্যন্ত যাতায়াতে সড়কের কোন সুব্যবস্থা নেয় তাদের।

    পাশাপাশি খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলো মৌলিক অধিকার হলেও তারা এইসব থেকে বঞ্চিত। যাতায়াতের কারণে তারা অনেক বেকায়দায়। রোগী হাসপাতালে নিতে পারছেনা। ছেলেমেয়েরা চলাচলের একটি সড়কের অভাবে লেখাপড়া করতে যেতে পারছেনা শিক্ষাঙ্গনে। নির্বাচন আসলে প্রার্থীদের আশার বাণী শুধুমাত্র হাততালিতে সীমাবদ্ধ থাকেন। পরবর্তীতে কার খবর কে রাখে, এমনি অবস্থায় পরিণত হয়।

    এই এলাকায় মসজিদ,মক্তব,বন বিভাগের বিট অফিস ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অপার পর্যটন সম্ভাবনাময়ী এলাকাটি একটি মাত্র সড়কের অভাবে পিছিয়ে বললেই চলে। এলাকাজুড়ে মাছের প্রজেক্ট,তরিতরকারি,আম কলা,লেবু,ধান চাষাবাদ হয়ে আসছে এখানকার মানুষ।

    যোগাযোগের সুব্যবস্থার অভাবে দিন দিন বাড়ি ঘর ও লোক সংখ্যা কমে যাচ্ছে। তারা ব্যাংডেবা থেকে ঈদগড়-বাইশারী সড়ক পর্যন্ত দুই কিলো মিটার রাস্তা। যানবাহন চলাচলের উপযোগী করে গড়ে তোলা হউক এলাকাটিতে। চলাচলের ক্ষেত্রে লোকজন যেন কষ্ট না পায়। সেই ব্যবস্থা চান তারা।

    এদিকে কক্সবাজার সদর-রামু ও ঈদগাঁও আসন সংসদ সদস্য ও ভূমি অধিদপ্তরের নিকট আকুল আবেদন ব্যাংডেবায় চলাচলের সুবিধার্থে মাত্র ২ কিলোমিটার এক সড়কের জোর দাবি জানান।

    আরও খবর

    Sponsered content