• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    বান্দরবানে এলজিইডি’র আয়োজনে মহান বিজয় দিবস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

      প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৩ , ১২:১৮:০২ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    সরকারি কর্মকর্তারা প্রশাসনের বিভিন্ন কাজে সার্বক্ষণিক ব্যস্ত সময় কাটায়,স্বাধীনতার মাসে এলজিইডি বান্দরবানের এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সত্যি প্রশংসনীয়।এ ধরনের প্রতিযোগিতা আমাদের ব্যাস্ততার অবসাদকে কাটিয়ে মনকে সতেজ করে।এ ধরনের প্রতিযোগিতা আমাদের সকল দপ্তরের দায়িত্বশীলদের মাঝে আরো আন্তরিকতা বৃদ্ধি করবে।

    বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে বান্দরবানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে মহান বিজয় দিবস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

    গত১১ডিসেম্বর রাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বান্দরবান কার্যালয়ের সামনে ব্যাডমিন্টন গ্রাউন্ডে এলজিইডি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
    উদ্বোধনী নকআউট পর্বের ১ম ইভেন্টের খেলায় বান্দরবান এলজিইডি ৫ পয়েন্টে গণপূর্ত বিভাগ কে পরাজিত করে জয় লাভ করে এবং ২য় ইভেন্টের খেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২ পয়েন্টে বান্দরবান জেলা প্রশাসন কে পরাজিত করে জয়লাভ করে।
    এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম,স্থানীয় সরকার উপ-পরিচালক এসএম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফজলুর রহমান,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্য বৃন্দ।
    টুর্নামেন্টে জেলা প্রশাসন, এলজিইডি বান্দরবান,বান্দরবান সেনানিবাস,৭ ফিল্ড এম্বুলেন্স, গণপূর্ত বিভাগ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান জেলা পুলিশ, জেলা কারাগার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,তথ্য ও যোগাযোগ অধিদপ্তর, এলজিইডি চট্টগ্রাম,এলজিইডি রাঙ্গামাটি, UCBL-PLC,এসএসডি বান্দরবান সেনাবাহিনী সহ মোট ২০ টি দল অংশগ্রহণ করেন।
    আগামীতেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান বিশিষ্ট সাহিত্যক,কবি ও ক্রীড়া অনুরাগী, বান্দরবান এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার। উল্লেখ্য এর আগেও তিনি নিজ উদ্যোগে জেলায় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন।

    আরও খবর

    Sponsered content