• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কুতুবদিয়ায় বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী পালন

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২৩ , ৪:৩১:৩৫ প্রিন্ট সংস্করণ

    কুতু্বদিয়া (কক্সবাজার)প্রতিনিধি :

    কক্সবাজারের কুতুবদিয়ায় “সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

    মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে কুতু্বদিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা আওয়ামীলের যৌথ আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামীলের সভাপতি সৈয়দা মেহেরুন্নেসার সভাপতিত্বে উপজেলা মহিলা আওয়ামীলের সাধারণ সম্পাদক সাবেকুন্নাহারের সঞ্চালনায়
    এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।

    অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউ,পি চেয়ারম্যান আবুল কালাম,বড়ঘোপ ইউনিয়ন আওয়ামীলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু,আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামীলের সাধারন সম্পাদক কাইমুল হুদা বাদশা,যুব মহিলা লীগের সভাপতি বেবি আকতার প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তাঁর প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানি শাসকদের হাতে বন্দি জীবনযাপন করছিলেন, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ফজিলাতুন্নেছা মুজিবের কাছে ছুটে যেতেন। তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিকনির্দেশনা পৌঁছে দিতেন ও লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাতেন।

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালুরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে শহীদ হন।

    আলোচনা শেষে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

    আরও খবর

    Sponsered content