• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মানিকছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ ও রাসায়নিক সার বিতরণ

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ২:০০:০৯ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে ২০২৩-২০২৪ অর্থ বছরের রবি মৌসুমে ভূট্টা, সরিষা, সূর্যমূখী ও চীনাবাদাম ফসলের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ রাসায়নিক সার বিতরণ করা হয়।

    ১ নভেম্বর-২০২৩ বুধবার সকাল ১১ টায় মানিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মানিকছড়ি উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষাণীদের মাঝে রবি মৌসুমে ভূট্টা, সরিষা, সূর্যমূখী ও চীনাবাদাম ফসলের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

    বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এ সময় মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কামরুল হাসান, মানিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মহিউদ্দিন আহমেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. ইউনুস নূর, উপ-সহকারী কৃষি অফিসার অঞ্জন কুমার নাথসহ অন্যান্য কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে মানিকছড়ি উপজেলায় এ কর্মসূচীর আওতায় ১৫০ জন কৃষক পরিবারের মধ্যে সরিষার বীজ, ১০০ জন কৃষক পরিবারকে ভূট্টা বীজ ও ১০ জন কৃষক পরিবারকে চীনাবাদাম বীজ বিতরণ করা হয়। সরিষার বীজের অনুকূল ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার, ভুট্টা বীজের অনুকূল ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার এবং চীনাবাদাম বীজের অনুকূল ১০ কেজি ডিওপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

    উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার। আঙিনায় শাক-সবজির চাষ করে আমরা নিজেরাই নিজেদের শাক-সবজির চাহিদা পুরণ করতে পারবো। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না, প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের এগিয়ে আসার আহবান জানান।

    আরও খবর

    Sponsered content