• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    পটিয়ায় বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে NL24 এর খাদ্য বিতরন

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ৭:৫৯:২৬ প্রিন্ট সংস্করণ

    সেলিম আহমেদ, পটিয়া প্রতিনিধি:

    চট্টগ্রাম পটিয়ায় কয়েকদিন ভারি বৃষ্টির কারণে পানিবন্ধি কেটে খাওয়া মানুষের পাশে দাড়াঁতে সবার প্রতি আহবান জানিয়েছেন NL24 এর দক্ষিণ চট্টগ্রামের মানবিক টিম মঙ্গলবার NL24 এর দক্ষিণ চট্টগ্রাম মানবিক টিম এর উদ্যােগে পানি বন্ধি মানুষের মাঝে খাদ্য বিতরনের সময় এ আহবান জানান । এসময় উপস্থিত ছিলেন, NL24 এর দক্ষিণ চট্টগ্রাম মানবিক টিমের প্রধান নাফিজ করিম চৌধুরী, সহায়ক মোহাম্মদ নোমান চৌধুরী রুবেল, মোহাম্মদ সাইফু প্রমুখ।

    এ সময় নাফিজ করিম চৌধুরী বলেন, মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাড়ানো মানবিক দায়িত্ব ‍। সবাই মিলে নিজেদের সাধ্য মতো সহযোগিতা নিয়ে এগিয়ে এলে আমরা সর্বোচ্চ সংখ্যক বন্যার্ত দুস্থ মানুষের কাছে পৌঁছে দিতে পারি শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, পানিবাহিত রোগের ওষুধসহ অন্যান্য ত্রাণসামগ্রী। মানবতার সেবায় আসুন, আমরা সবাই সহযোগিতার হাত বাড়ায়। সরকারের পাশাপাশি আমরাও বন্যার্ত দুস্থ মানুষের পাশে দাঁড়ায়।
    উল্লেখ্য পটিয়ায় পানি বন্দী হয়ে পড়েছে ৫০ হাজার মানুষ উপজেলার নিন্ম অঞ্চলে অবিরাম ভারিবর্ষনে প্লাবিত হচ্ছে, এরমধ্যে উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক পানিতে ডুবে যায়। এতে করে সকল শ্রেনীর মানুষ পানির মধ্যে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও সাধারণ কেটে খাওয়া মানুষরা খুবই মানবেতর জীবন যাপন করছে।

    আরও খবর

    Sponsered content