• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    অভয়নগরে মাদক বিক্রির সময় গণধোলাইয়ের শিকার ২০ মামলার আসামি কে এম আলী

      প্রতিনিধি ১০ আগস্ট ২০২৩ , ৪:০৯:৫৭ প্রিন্ট সংস্করণ

    বিশেষ প্রতিনিধি

    অভয়নগরে মাদক বিক্রির সময় গণধোলাইয়ের শিকার হয়েছেন ২০ মামলার আসামি কে এম আলী। তিনি মাদক বিক্রি করার সময় গণধোলাইয়ের শিকার হন। জানা গেছে, উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড নোনাঘাট এলাকায় ইয়াবাসহ বিক্রি করার সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী কে এম আলীকে এলাকাবাসীরা ধাওয়া করে গণধোলাই দেয়। এলাবাসীরা জানায়, বর্তমানে কে এম আলী মাদক বিক্রি করার জন্য এই এলাকা দখল করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে তার সহযোগীদের মুঠোফোনে যোগাযোগ করে ইয়াবা বিক্রি করে আসছেন।এ সংবাদ পেলে এলাকাবাসী ধাওয়া করে। বুধবার সন্ধ্যায় মাদক বিক্রি করতে থাকে। এলাকায়বাসীরা টের পেয়ে তাকে গণধোলাই দেয় এবং পুলিশকে খবর দেয়া হয়। কে এম আলী বুইকরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সূত্র জানায়,কে এম আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বিভিন্ন অপকর্মের হোতা। অনলাইন নিউজ পোর্টালের কার্ড বানিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছেন।তার নামে ২০ টি মামলা রয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, কে এম আলী একজন মাদক ব্যবসায়ী।তার নামে অনেক মাদক মামলা রয়েছে। মাদক বিক্রি করার সময় গণধোলাই শিকার হয়েছে। এ ব্যাপারে জেনেছি। পুলিশের টিম পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content