• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    বগুড়ায় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে প্রতারক চক্র

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২৩ , ১১:৫৭:০৯ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান , (বগুড়া) প্রতিনিধি:

    বগুড়ায় সঞ্চয় সমিতি খুলে ২০০ জনের সোয়া কোটি টাকাও বেশি হাতিয়ে নিয়ে পালিয়েছে প্রতারক চক্র। সদরের নওদাপাড়া ইয়ং স্টার ক্লাবের এন ওয়াই এসসি নামে সঞ্চয় সমিতি খুলে এই প্রতারণা করা হয়েছে। বারপুর মধ্যপাড়া, দক্ষিণপাড়া, নিশিন্দারা ও মাটিডালিসহ বিভিন্ন এলাকার নারীসহ ২০০ মানুষ ওই সমিতিতে তাদের রোজগার থেকে প্রতিদিন ২০ টাকা, ৫০ টাকা ও একশ’ ও দুইশ’ টাকা করে সঞ্চয় করে আসছিলেন। সেইসাথে সমিতির সদস্যের বাইরেও অনেকে মোটা অংকের লাভের আশায় ২-৩ লাখ টাকা করেও বিনিয়োগ করেছিলেন ওই সমিতিতে। কিন্তু সোয়া কোটির টাকারও বেশি হাতিয়ে নিয়ে রাতের আঁধারে পালিয়েছে সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। প্রতারিতদের মধ্যে সদরের চাঁদপুর সোনারপাড়ার রোজি বেগম বলেন, ইসলামী শরিয়ামতে সমিতির কার্যক্রম চলবে। সমিতিতে টাকা রাখলে মোটা অংকের লভ্যাংশ দেয়া হবে। এই প্রলোভন দিয়ে নওদাপাড়ার ইয়ং স্টার ক্লাবের কর্মকর্তা ও কর্মচারীরা তার কাছ ৩ লাখ ৮ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। বারপুর মধ্যপাড়ার সম্পা আক্তার অভিযোগে বলেন, তিনি ওই সমিতিতে টাকা সঞ্চয় করে ১ লাখ ৭০ হাজার টাকা খুঁইয়েছেন। এ ভাবে একই এলাকার সুলতানা ১ লাখ ৭৫ হাজার, তাসলিমা ৫০ হাজার ও ইকতারা ৪০ হাজারসহ বিভিন্ন এলাকার কমপক্ষে ২০০ জন খেটে খাওয়া মানুষ, শ্রমজীবি নারী ও গৃহবধূ প্রায় সোয়া এক কোটি টাকারও বেশি খুঁইয়েছেন। বারপুর মধ্যপাড়ার মুক্তি বেগম বলেন, সমিতি খুলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে কয়েক দিন আগে পালিয়েছে ওই চক্রের সদস্যরা। যারা প্রতারণার শিকার হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই নারী। তিনি বলেন,টাকা উদ্ধারের জন্য তারা বিভিন্ন স্থানে ধর্ণা দিচ্ছেন। এমনকি মানববন্ধন পর্যন্ত করেছেন। কিন্তু তাদের টাকা উদ্ধার হচ্ছে না। টাকা উদ্ধারের জন্য নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড (নওদাপাড়া) ইউপি সদস্য শহিদুল ইসলাম সরকার নান্টু দায়িত্ব নিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তিনি টাকা উদ্ধার করে দিতে পারেননি। এ ব্যাপারে ইউপি সদস্য শহিদুল ইসলাম নান্টু বলেন, ২০১৭ সাল থেকে ইয়ং স্টার ক্লাবের সঞ্চয় সমিতির কার্যক্রম চলে আসছিল। সমিতির সদস্যের সংখ্যা ২ শতাধিক। ক্লাবের সভাপতি মিঠুন চক্রবর্ত্তী,সাধারন সম্পাদক আল আমিন,আদায়কারী সবুজ মিয়া,কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোহিদুল ইসলাম মহিত মিলে সমিতি চালিয়ে আসছিল। সমিতির সদস্যরা ছাড়াও বাইরের অনেকে মোটা অংকের লাভের জন্য ২-৩ লাখ টাকা করেও বিনিয়োগ করেন। এক পর্যায়ে তাদের পুজির পরিমাণ দাঁড়ায় এক কোটি ৩০ লাখ টাকা। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা নিয়ে এই ৫ জন উধাও হয়েছে। পরে তাদের সাথে যোগাযোগ করে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার উদ্যোগ নেন তিনি। তারা প্রথমে ১৫ জুন এরপর সর্বশেষ ১৫ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেয়ার অঙ্গিকার করলেও টাকা ফেরত দেয়নি। তারা মোবাইল ফোন বন্ধ রেখেছে। এ ব্যাপারে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারমান মো: শহিদুল ইসলাম বলেন, নওদাপাড়া ইয়ং স্টার ক্লাবের সঞ্চয় সমিতির নামে যে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় সোয়া কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে এটা সত্য। কিন্তু তার কাছে ভুক্তভোগীদের আসতে দিচ্ছেনা একটি চক্র। তিনি অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নিবেন। এ বিষয়ে বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেন রাজু বলেন, তার ওযার্ড নিশিন্দারা, মাটিডালি, ঝোপগাড়ী, ফুলবাড়ি,জয়পুরপাড়া, বারপুর এলাকার অনেকে ওই ক্লাবের সঞ্চয় সমিতিতে টাকা জমা রেখে প্রতারিত হয়েছেন। তিনি অবিলম্বে ওই প্রতারকদের গ্রেফতার এবং টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরে দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে সদর থানার ওসি মো: সাইহান ওলিউল্লাহ জানিয়েছেন,এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content