• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বাংলাদেশ

    আসছে বিএফডিএ অ্যাওয়ার্ড

      প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ১১:০৪:৫৯ প্রিন্ট সংস্করণ

    রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদকঃ

    প্রথমবারের মতো অ্যাওয়ার্ড দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গত বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে ২১টি বিভাগে ২২টি পুরস্কার দেওয়া হবে। শনিবার দুপুর ১২টায় এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল এফডিসিতে। জানা গেছে, অক্টোবরে প্রদান করা হবে ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’।এই আয়োজনে পরিচালক সমিতির সঙ্গী স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা।

    শনিবার দুপুরে এটিএন বাংলার সঙ্গে পরিচালক সমিতির অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন সোহেল রানা, শাহীন সুমন, শাহীন কবির টুটুল, সুজাতা, অরুনা বিশ্বাস,রোজিনা, নিপুণ প্রমুখ। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন ইমন ও সাইমন।

    এর আগে আয়োজনের শুরুতেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন
    সুমন জানান, চলতি বছরের ২৮ অক্টোবরে প্রদান করা হবে ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’।

    পরিচালক সমিতির বর্তমান কমিটির সভাপতি প্রখ্যাত নির্মাতা কাজী হায়াৎ বলেন, এর আগেও একবার সমিতি থেকে এ ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পরে তা আর বাস্তবায়ন হয়নি, তবে এবার হবেই। আমি এটিএন বাংলার চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আহ্বানে সাড়া দেওয়ায়। আমি এরপর কমিটিতে থাকি বা না থাকি এই আয়োজন যেন অব্যাহত থাকে সেই আশা করব।

    এবারের কার্যক্রমের মূল উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, পুরস্কার দেওয়ার মূল উদ্দেশ্য শিল্পী এবং কলাকুশলীদের উৎসাহিত করা। যেন তারা আরও ভালো এবং মানসম্মত কাজ করেন।

    এটিএন বিএফডিএ পুরস্কারটি ২১টি ক্যাটাগরিতে দেওয়া হবে। এগুলো হচ্ছে- আজীবন সম্মাননা (পুরুষ), আজীবন সম্মাননা
    (নারী), শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ খল অভিনেতা, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ), শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী), শ্রেষ্ঠ গীতিকার। ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ কাহিনীচিত্র, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী।

    পুরস্কারের জন্য ছবি পেন ড্রাইভে করে আগামী ২৪ আগস্টের মধ্যে পরিচালক সমিতির অফিসে জমা দিতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এ বছর পুরস্কার দেওয়া হবে ২০২২ সালের ছবিগুলোকে।

    আরও খবর

    Sponsered content